Ankita Mallick

‘জগদ্ধাত্রী’র কাহিনি শেষ, বড়পর্দার প্রস্তুতি প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক?

একটানা সাড়ে তিন বছর জগদ্ধাত্রী হিসাবে ছোটপর্দায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে দেখেছে দর্শক। এ বার নতুন যাত্রার শুরু। কী বললেন নায়িকা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৪১
Share:

বড়পর্দায় অভিনয়ের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন অঙ্কিতা? ছবি: সংগৃহীত।

দু’দিন হল শেষ হয়েছে ‘জগদ্ধাত্রী’র শুটিং। টানা সাড়ে তিন বছর জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর কাহিনি দেখেছে দর্শক। শুক্রবার থেকে আর ‘কলটাইম’-এর তাড়া নেই নায়িকা অঙ্কিতা মল্লিকের। মনখারাপ কি হচ্ছে? অভিনেত্রী জানিয়েছেন, শুক্রবার খুব খারাপ লাগছিল। আগামী দিনের কী কী পরিকল্পনা রয়েছে তাঁর?

Advertisement

প্রায় সবাই জানে, মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রে অভিনয় করার কথা তাঁর। ছোটপর্দার কাজ শেষ হতেই বড়পর্দার কাজের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন নায়িকা? সে কথা স্পষ্ট না করলেও এখনও জগদ্ধাত্রীর রেশ যে পুরোপুরি কাটেনি, সেই আভাস পাওয়া গেল অঙ্কিতার কথায়।

নায়িকা বললেন, “সাড়ে তিন বছরে অনেক পরিবর্তন হয়েছে আমার মধ্যে। জগদ্ধাত্রীর সব ভাল গুণ নিজের মধ্যে বপন করতে চাই। মানুষ হিসাবে এই চরিত্রটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেগুলোই আগামী দিনে কাজে লাগাতে চাই।” ধারাবাহিক শেষ হওয়ার পরে এ বার কি ঘুরতে যাওয়ার কোনও পরিকল্পনা রয়েছে? অঙ্কিতা জানিয়েছেন, ইচ্ছা আছে কোথাও একটা যাওয়ার কিন্তু এখনও কিছু চূড়ান্ত করেননি।

Advertisement

নতুন কাজ প্রসঙ্গে অঙ্কিতার উত্তর, “বড়পর্দায় প্রথম কাজ নিয়ে একটু টেনশন আছে,তবে তার চেয়েও বেশি আমি উত্তেজিত। আশা করছি খুব ভাল কাজ হবে।” শুক্রবার মনখারাপ হলেও শনিবার আবার নিজের কাজে মন দিয়েছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement