Janhvi Kapoor

অম্বেডকরকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জাহ্নবী! অভিনেত্রীর দিকে কটাক্ষ, ‘কতটা চেনেন আপনি?’

জাহ্নবীর বক্তব্য, অম্বেডকর সমাজের জন্য যা কিছু করেছেন, সবটাই তিনি সমর্থন করেন। এর পরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১২:৫০
Share:

অম্বেডকরকে নিয়ে বিতর্কে জাহ্নবী। ছবি: সংগৃহীত।

বিআর অম্বেডকরকে নিয়ে মন্তব্য করে বিপাকে জাহ্নবী কপূর। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছিলেন অভিনেত্রী। নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর প্রদর্শনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই এক সাক্ষাৎকারে তাঁর চরিত্র সুধাকে নিয়ে কথা বলতে গিয়ে টেনে আনেন অম্বেডকর প্রসঙ্গ। জাহ্নবীর বক্তব্য, অম্বেডকর সমাজের জন্য যা কিছু করেছেন, সবটাই তিনি সমর্থন করেন। এর পরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। প্রশ্ন উঠতে থাকে, সত্যি কতটা অম্বেডকর সম্পর্কে জানেন জাহ্নবী।

Advertisement

‘হোমবাউন্ড’ ছবিতে সুধা চরিত্রটি অম্বেডকরের সমর্থক। বাস্তবে অম্বেডকরের রাজনৈতিক আদর্শ তিনি নিজেও সমর্থন করেন বলে জানান জাহ্নবী। অভিনেত্রী বলেন, “অম্বেডকর সমাজের বহু বিষয়ে কথা বলেছেন এবং লড়াই করেছেন। সেগুলি সমর্থন করি আমি। বিভিন্ন কারণে তাঁকে এই সম্মান দেওয়া হয়। সমাজের জন্য তিনি যা কিছু করেছিলেন, তা আমি সমর্থন করি।”

এই চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে অম্বেডকরকে আরও ভাল ভাবে বুঝেছেন বলে জানিয়েছেন তিনি। জাহ্নবীর এই মন্তব্য শুনেই নেটাগরিকের দাবি, অম্বেডকরকে ভাল ভাবে চেনেনই না জাহ্নবী। এক নিন্দক বলেছেন, “কত কিছুই বললেন জাহ্নবী। কিন্তু কিছুই স্পষ্ট করে বলতে পারলেন না। আসলে আপনি কিছুই জানেন না।” আরও এক জন প্রশ্ন তুলেছেন, “আচ্ছা জাহ্নবী বলুন তো, অম্বেডকর সমাজের জন্য ঠিক কী কী করেছিলেন?”

Advertisement

‘হোমবাউন্ড’ ছবিতে অভিনয় করার পরে রাজনীতিতেও আগ্রহী হয়েছেন জাহ্নবী। এই ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম সুধা। সেই চরিত্র হয়ে উঠতেও সাহায্য করেছেন পরিচালক নীরজ ঘেয়ান। পরিচালকের জন্যই রাজনীতি নিয়ে তিনি নতুন করে ভাবছেন বলেও জানান। অভিনেত্রীর কথায়, “আমাকে এত গভীরে গিয়ে ভাবতে উৎসাহ দেওয়ার জন্য ওঁর কাছে আমি ঋণী হয়ে থাকব। চলচ্চিত্র, ইতিহাস ও রাজনীতি নিয়ে আমি সব সময়েই কৌতূহলী। এ ছাড়া, তিনি যে ভাবে মানুষকে সম্মান করেন এবং সবার সঙ্গে ওঁর আচরণ আমাকে অনুপ্রাণিত করেছে। ওঁর সঙ্গে কাজ করা সত্যিই একজন অভিনেতার কাছে বিরাট প্রাপ্তি ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement