Javed Akhtar on Kangana Ranaut

দীর্ঘ বচসার পরে জাভেদকে ‘বাবার মতো সম্মান’ দিতে চান কঙ্গনা! প্রস্তাব পেয়ে কী বলেন গীতিকার?

আদালতে বিচারকের সামনেই বিষয়টি মিটমাট করেছিলেন তাঁরা। এমনকি, জাভেদকে ‘পিতৃতুল্যের’ সম্মানও দিতে চেয়েছিলেন কঙ্গনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৭:০৮
Share:

জাভেদকে বাবার মতো দেখতে চান কঙ্গনা? ছবি: সংগৃহীত।

বহু দিনের সমস্যা মিটিয়ে নিয়েছেন কঙ্গনা রনৌত ও জাভেদ আখতার। দীর্ঘ দিন আইনি লড়াইয়ে জড়িয়ে ছিলেন দুই তারকা। ২০২০ সালে জাভেদ আখতারকে নিয়ে কঙ্গনার মন্তব্যের জেরে সমস্যার সূত্রপাত হয়েছিল। কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ। অবশেষে ২০২৫ সালে শর্তহীন ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিয়েছিলেন কঙ্গনা। আদালতে বিচারকের সামনেই বিষয়টি মিটমাট করেছিলেন তাঁরা। এমনকি, জাভেদকে ‘পিতৃতুল্য’ হিসেবে সম্মানও দিতে চেয়েছিলেন কঙ্গনা। কিন্তু রাজি হননি বর্ষীয়ান গীতিকার। সেই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন জাভেদ।

Advertisement

জাভেদ বলেছেন, “আদালতে কঙ্গনার সঙ্গে দেখা হয়েছিল। বিচারকের সামনেই শর্তহীন ক্ষমা চেয়েছিলেন। ওঁর কাছ থেকে আমি কোনও টাকাই চাইনি। ৫০ কোটিও নয়, ৫ টাকাও নয়। আমি শুধু ক্ষমাই আশা করেছিলাম। বিচারকের সামনেই ও লিখিত ক্ষমা চেয়েছিল।” আনুষ্ঠানিক ভাবে ক্ষমাপর্ব মিটে যাওয়ার পরে মেজাজ হাল্কা হয়েছিল দু’জনেরই। মুখোমুখি কথা বলেছিলেন জাভেদ ও কঙ্গনা। অভিনেত্রী সেই দিন দাবি করেছিলেন, তাঁর পরের ছবির গান লিখতে হবে জাভেদ আখতারকেই। রাজি হয়েছিলেন বর্ষীয়ান গীতিকার।

এর ঠিক পরেই কঙ্গনার আইনজীবী জিজ্ঞাসা করেছিলেন, “কঙ্গনার লিখিত বিবৃতিতে আমরা লিখব, আপনি কঙ্গনার বাবার মতো। পিতৃতুল্য মানুষ হিসেবে কঙ্গনা আপনাকে শ্রদ্ধা করেন।” সঙ্গে সঙ্গে জাভেদ বলেছিলেন, “আমি এত সুন্দরী একজন মহিলার বাবার মতো হতে চাই না।”

Advertisement

এর পরে জাভেদ আরও বলেন, “সব কিছু মিটে গিয়েছে। আমি লিখিত ক্ষমা দাবি করেছিলাম। সেটা পেয়েছি। ও প্রতিজ্ঞা করেছে, আমার সঙ্গে আর কখনও খারাপ ভাবে কথা বলবে না। ও আগে যা বলেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। সেটা ও মেনে নিয়েছে। তাই আর ক্ষোভ পুষে রেখে লাভ কী? আবার দেখা হলে, ওর সঙ্গে ভাল ভাবেই কথা বলব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement