Javed Akhtar

দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে মাতলেন জাভেদ! মুহূর্ত দেখে কী বললেন অনুরাগীরা?

ছবিতে দেখা যাচ্ছে, জাভেদ, শাবানা, ইরানি এক সঙ্গে মধ্যাহ্নভোজ সারছেন। সঙ্গে রয়েছেন পুত্র ফারহান আখতার ও পুত্রবধূ শিবানী দন্ডেকর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৮:০৭
Share:

দুই স্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে জাভেদ। ছবি: সংগৃহীত।

যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত রাখেন জাভেদ আখতার। বিভিন্ন বিষয়ে উদারপন্থী মতামত রাখেন তিনি। নিজের জীবনেও খোলামেলা আবহ রাখতেই পছন্দ করেন বর্ষীয়ান অভিনেতা। ব্যক্তিগত জীবনে ছুতমার্গ এড়িয়ে চলেন। আরও এক বার সেটাই প্রমাণ করলেন জাভেদ।

Advertisement

বর্তমানে তিনি বিবাহিত শাবানা আজ়মির সঙ্গে। কিন্তু প্রাক্তন স্ত্রী হানি ইরানির সঙ্গেও সুসম্পর্ক তাঁর। তাই দুই স্ত্রীকে সঙ্গে নিয়েই পারিবারিক আড্ডায় মেতেছিলেন জাভেদ। সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন শাবানা।

ছবিতে দেখা যাচ্ছে, জাভেদ, শাবানা, ইরানি এক সঙ্গে মধ্যাহ্নভোজ সারছেন। সঙ্গে রয়েছেন পুত্র ফারহান আখতার ও পুত্রবধূ শিবানী দন্ডেকর। মুম্বইয়ের এক রেস্তরাঁয় মধ্যাহ্নভোজে গিয়েছিলেন তাঁরা। ছবিটি ভাগ করে নিয়ে শাবানা লেখেন, “এক ভালবাসার রেস্তরাঁয় আমাদের পরিবার।” ছবি দেখে মুগ্ধ অনুরাগীরাও। জাভেদের এক অনুরাগী লিখেছেন, “গোটা পরিবার যেন এমন সুখেই থাকে।” আর এক জন লিখেছেন, “একেই বলে আদর্শ বুদ্ধিদীপ্ত পরিবার। এ ভাবেই এক সঙ্গে থাকবেন।”

Advertisement

১৯৭২ সালে জাভেদ আখতারের সঙ্গে বিয়ে হয় হানি ইরানির। সেই বছরই জাভেদ-হানির প্রথম সন্তান জ়োয়া আখতারের। তার দু’বছর পরে জন্ম পুত্র ফারহানের। এর পর হানিকে বাধ্য হয়ে সব কাজ ছেড়ে পুরোপুরি গৃহবধূর ভূমিকা পালন করতে হয়। যদিও বরাবরই তিনি ক্যামেরার পিছনে কাজ করতে চেয়েছিলেন।

সাতের দশকের মাঝামাঝি থেকে জাভেদ-হানির সম্পর্কে ভাঙন। ১৯৭৮ সালে স্বামীর থেকে আলাদা হয়ে যান হানি। ছ’বছরের মেয়ে এবং চার বছরের ছেলেকে নিয়ে একা থাকতে শুরু করেন হানি। ১৯৮৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ। তার আগেই ১৯৮৪ সালে শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement