Bollywood Controversy

জল্পনায় সিলমোহর, নতুন বছরেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত মাহী এবং জয়ের, তিন সন্তানের দায়িত্ব নেবেন কে?

ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো শোনা গিয়েছিল, তাঁরা আলাদা থাকছেন। কিন্তু জয় ভানুশালী এবং মাহী বিজ মুখে কুলুপ এঁটেছিলেন এত দিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৪:৩০
Share:

বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন মাহী বিজ এবং জয় ভানুশালী? ছবি: সংগৃহীত।

নতুন বছরের শুরুতেই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেতা জয় ভানুশালী এবং মাহী বিজ। বেশ কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে চলছিল জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো শোনা গিয়েছিল, তাঁরা আলাদা থাকছেন। কিন্তু জয় বা মাহীর কেউই এই বিষয়ে মুখ খোলেননি। নতুন বছরের প্রথম সপ্তাহেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তাঁরা।

Advertisement

তিন সন্তানের মা-বাবা মাহী এবং জয়। দাম্পত্য ভাঙলেও মা-বাবা হিসাবে যৌথ ভাবে সব দায়িত্ব পালন করবেন, সে কথাই জানিয়েছেন তাঁরা। বলিউডে ‘কো-পেরেন্টিং’ বা যৌথ অভিভাবকত্ব বিষয়টি নতুন নয়। আমির খান-কিরণ রাও থেকে হৃতিক রোশন-সুজ়ান খান — বিয়ে ভাঙার পরে প্রত্যেকেই এই পথে হেঁটেছেন।

সমাজমাধ্যমে তারকাদম্পতি লিখেছেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও খলচরিত্র নেই বা নেতিবাচকতা নেই। দাম্পত্য ভাঙলেও আমাদের বন্ধুত্ব রয়ে যাবে। সব সময় পরস্পরের পাশে রয়েছি। আর তিন সন্তানের জন্য মা-বাবা হিসাবে সব সময় একসঙ্গে থাকব আমরা। দু’জনের পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু যে কোনও সমস্যায় আমরা একে অপরের পাশে আছি।” একসঙ্গে থেকে অশান্তির চেয়ে আলাদা আলাদা শান্তিতে থাকাই সঠিক বলে মনে করছেন তাঁরা। কিন্তু তিন সন্তান মাহী না জয়, কার কাছে থাকবে এর পরে, তা অবশ্য খোলসা করেননি তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement