Jaya Ahsan

কোভিডের সময় প্রকৃতির কাছে ফিরে যাচ্ছেন জয়া আহসান

এই সময় প্রকৃতির মধ্যে শান্তি খুঁজে পাচ্ছেন জয়া। একগুচ্ছ গোলাপি শাপলায় খুঁজে নিয়েছেন অনেকটা আনন্দ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২০:৩৯
Share:

জয়া আহসান।

করোনার কালো মেঘ বাংলাদেশের আকাশেও। নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়েও ‘চারদিকে বিষণ্ণতা এবং মৃত্যু’-র কথা মনে পড়ে গিয়েছিল অভিনেত্রী জয়া আহসানের। তবে অতিমারিকে হারিয়ে জিতবে প্রাণশক্তি। এমন বিশ্বাসই তাঁর মনে।

Advertisement

এই সময় প্রকৃতির মধ্যে শান্তি খুঁজে পাচ্ছেন জয়া। একগুচ্ছ গোলাপি শাপলায় খুঁজে নিয়েছেন অনেকটা আনন্দ। সেগুলিকে জড়িয়েই লেন্সবন্দি করেছেন নিজেকে। এই জয়া পর্দার নায়িকা নয়। এক্কেবারে ঘরের মেয়ে। মুখে নেই মেক আপের বাহুল্য। পরনে সবুজ রঙা শাড়ি। চুলগুলো এসে জড়ো হয়েছে সাদামাঠা বিনুনিতে। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন কবি বিনয় মজুমদারের ‘সাপলা’ নিয়ে লেখা একটি কবিতা।

অতি সাধারণ এই সাজেও এক চিলতে হাসিতে উজ্জ্বল অভিনেত্রী। পোস্টের মন্তব্য বিভাগে অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন