New Hindi Movie

‘জি লে জ়রা’ তৈরি হবেই, ঘোষণা ফারহানের, আলিয়া-প্রিয়ঙ্কা-ক্যাটরিনার বদলে দেখা যাবে নতুন মুখ?

বেশ কয়েক বছর ধরে দর্শক ‘জি লে জ়রা’ ছবির অপেক্ষায়। ঘোষণার সময় থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু এখনও সেই ছবির কাজ শুরু হয়নি। অবশেষে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৫
Share:

কবে আসছে ‘জি লে জ়রা’? ছবি: সংগৃহীত।

২০২১ সালে ঘোষণা করা হয়েছিল, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ ও আলিয়া ভট্ট একসঙ্গে ছবি করবেন। নাম ‘জি লে জ়রা’, পরিচালনায় ফারহান আখতার। কিন্তু, বহু চেষ্টা করেও সেই ছবির শুটিং এখনও শুরু করে উঠতে পারেননি পরিচালক। অপেক্ষায় দর্শক। ছবির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ফারহান, দিলেন বড় খবর।

Advertisement

এই ছবির শুটিং প্রাথমিক ভাবে শুরু হওয়ার কথা ছিল ২০২২ সালে, করোনার প্রকোপ কাটিয়ে ওঠার পর। কিন্তু, তা হয়নি। গুঞ্জন শোনা যায়, এই কাজ আর হবে না। কেন? তিন তারকা একসঙ্গে সময় দিতে পারছেন না বলেই জানা গিয়েছিল। সেই সঙ্গে পরিচালকও এখন মন দিয়েছেন ‘ডন ৩’ ছবির কাজে। তবে সম্প্রতি শোনা গেল, ফারহান নিশ্চিত করেছেন যে, আপাতত স্থগিত হলেও ছবি তৈরি হবেই।

এক অনুষ্ঠানে এসে ‘জি লে জ়রা’ নিয়ে চলতে থাকা সমস্ত গুঞ্জনের উত্তরে ফারহান বলেন, “ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছে বলতে চাই না। যেটা বলতে পারি, তা হল, আপাতত এর কাজ স্থগিত রাখা হয়েছে। সিনেমাটা হবে।” তিনি আরও যোগ করেন, “চিত্রনাট্যটা ভীষণই লোভনীয়। অনেকটা কাজ এগিয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুটিংয়ের জায়গা ঠিক করে ফেলেছি, গান রেকর্ড করা হয়ে গিয়েছে। সকলে একত্রিত হয়ে বাকিটা করা এখন সময়ের অপেক্ষা।”

Advertisement

তা হলে কি আলিয়া-প্রিয়ঙ্কা-ক্যাটরিনাকেই দেখা যাবে ছবিতে? পরিচালকের উত্তরে ইঙ্গিত, বদল হতে পারে এই প্রাথমিক কাস্টিংয়ে। তিনি বলেন, “কারা অভিনয় করবেন, তা নিয়ে মন্তব্য করতে পারব না। জানি না, কবে সেটা নিশ্চিত হবে এবং কারা থাকবেন।’’ কিন্তু, ছবিটা কি হবে? পরিচালকের স্পষ্ট জবাব, ‘‘হ্যাঁ, ছবিটা অবশ্যই তৈরি হবে।”

‘দিল চাহতা হ্যায়’ ও ‘জ়িন্দগি না মিলেগি দোবারা’র ধারা বজায় রেখে তিন মহিলা চরিত্রের ভ্রমণকাহিনি নিয়ে ‘জি লে জ়রা’ তৈরি হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement