Jisshu Sengupta

সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে যিশুর আবির্ভাব! কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

একের পর এক চমক। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। লুক সেট কি হয়ে গিয়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ২০:০৮
Share:

(বাঁ দিকে) সৃজিত মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

দু’বছর পর আবার পর্দায় সৃজিত মুখোপাধ্যায়-যিশু সেনগুপ্ত ‘ম্যাজিক’! আনন্দবাজার ডট কমের বিশ্বস্ত সূত্র বলছে এমনটাই। সৃজিতের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। যে ছবির কিছু লুক ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় ঘুরছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, ব্রাত্য বসু, ইশা সাহার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশুকে। এই ছবিতে নিত্যানন্দ প্রভুর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। নিত্যানন্দ প্রভু ‘নিতাই’ নামেও পরিচিত ছিলেন। বয়সে বড় হলেও তিনি ছিলেন শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান এবং অন্তরঙ্গ সঙ্গী। যিশুর কেরিয়ারে ‘মহাপ্রভু’ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট পর্দায় এই চরিত্রের মাধ্যমেই দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল তাঁর নাম। ২৯ বছর পর সেই বৃত্তই যেন পূর্ণ হতে চলেছে।

Advertisement

যিশু লন্ডন থেকে ফিরলেই হবে ছবির লুক সেট। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির ঘোষণার পর থেকে একের পর এক পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই বিনোদিনী চরিত্র থেকে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রায়নে বেশ কিছু পরিবর্তন হয়েছে। দোলপূর্ণিমার দিন এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেন সৃজিত। ছবির প্রযোজনার দায়িত্বে রানা সরকার এবং এসভিএফ। সৃজিতের নতুন ছবির মাধ্যমে ছোট পর্দার দুই অভিনেতাকে প্রথম বার বড় পর্দায় দেখবেন দর্শক। শ্রীচৈতন্যদেবের চরিত্রে দেখা যাবে দিব্যজ্যোতি দত্ত এবং লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে আরাত্রিকা মাইতিকে। গিরিশ ঘোষের ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসুকে। গত চার বছর ধরে অনেক অভিনেতার কথা শোনা গিয়েছিল। তা ঘোষণার পর সবাইকে চমকে দেন পরিচালক। তবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে যিশুর সংযোজন যেন ‘চূড়ান্ত লগ্নে চমক’!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement