Johnny Lever

রাস্তায় সারারাত মদের নেশায় চূর হয়ে থাকতেন, পুলিশ এলেই কী করতেন জনি?

এমন সফল কেরিয়ার, তবু প্রতি রাতে মদের নেশায় ডুবে থাকতেন। মুম্বইয়ে জুহু চৌপাঠি সমুদ্র সৈকতে বসে সারা রাত কেন মদ্যপান করতেন জনি লিভার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১২:৫১
Share:

মদে আসক্তি কেন বাড়তে থাকে জনির? ছবি: সংগৃহীত।

কৌতূকাভিনেতারা প্রতিনিয়ত হাসিয়ে চলেছেন দর্শককে। অথচ তাঁদের ব্যক্তিগত জীবনের কাহিনি অনেক সময় ঢাকা পড়ে যায় হাসির তোড়ে। ব্যক্তিগত যন্ত্রণাও ঢাকা পড়ে যায় ঠাট্টা-তামাশার আড়ালে। এই কথাটা ভীষণ ভাবে প্রযোজ্য বলিউডের ‘আইকনিক কমেডিয়ান’ জনি লিভারের ক্ষেত্রেও। তিনশোর বেশি ছবিতে কাজ করেছেন, অথচ তাঁর নিজের জীবনে একটা অধ্যায় সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। এমন সফল কেরিয়ার তবু প্রতি রাতে মদের নেশায় ডুবে থাকতেন। মুম্বইয়ে জুহু চৌপাঠি সমুদ্র সৈকতে বসে সারা রাত মদ্যপান করতেন।

Advertisement

নব্বইয়ের দশক থেকে ২০০০ সাল পর্যন্ত বছর অন্তত ১৫-২০টি ছবি মুক্তি পেত তাঁর। পরে অবশ্য কাজ কমতে থাকে। সেই সময় তিনি মদের প্রতি আসক্ত হয়ে পড়েন। জনি বলেন, ‘‘সারা রাত, প্রায় ভোর ৪টে পর্যন্ত জুহুর সমুদ্র সৈকতে গিয়ে মদ্য পান করতাম। পুলিশ আসত। আমাকে চিনতে পারত। তখন বলত জনি ভাই কী কর? যাও গাড়ির ভিতরে ঢুকে খাও।’’

যদিও জীবনে এক সময় মদ্যপান একেবার ছেড়ে দেন জনি। প্রায় ২৪ বছর হয়ে গিয়েছে, তিনি মদ ছুঁয়ে দেখেননি। এমনকি বর্তমান যুগের ছেলেমেয়েদের উপদেশে দিয়েছেন, “যাই কর সীমায় থেকো। অতিরিক্তি কোনও কিছুই ভাল না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement