Chirosakha Serial

স্বামী ,সন্তান থাকতেও পরপুরুষের সঙ্গে সহবাস! কটাক্ষে বিদ্ধ কমলিনী, কী বললেন লেখিকা লীনা?

শুরুর দিন থেকে ‘চিরসখা’ ধারাবাহিকের কাহিনি নজর কেড়েছে দর্শকের। কাহিনির সঙ্গে অনেকে বাস্তব জীবনের মিল খোঁজার চেষ্টা করেন। যার ফলে সৃষ্টি হয় নানা সমালোচনা, আলোচনার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৬:৫৬
Share:

স্বতন্ত্র-কমলিনীর সম্পর্ক। ছবি: সংগৃহীত।

কমলিনী এবং স্বতন্ত্রের কাহিনি মোড় নিয়েছে অন্য দিকে। ‘চিরসখা’ ধারাবাহিকে গল্পের পরতে পরতে চমক। তারা আদৌ কাছে আসবে কি না তা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল মনে। অবশেষে কাছাকাছি এসেছে তারা। নতুন কাহিনি দেখে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে দর্শককুল। কেউ কেউ খুশি হয়েছেন তাদের একসঙ্গে দেখে। আবার অনেকে নিজের বিরক্তি উগরে দিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “স্বামী, সন্তান থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে সহবাস! কমলিনী এমন করল কী ভাবে?” আবার কেউ আবার মন্তব্য করেছেন, “বুড়ো বয়সে আবার ক্যান্ডল লাইট ডিনার!” গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় নম্বরও বেড়েছে ধারাবাহিকের। বন্ধুত্ব, প্রেমের গল্পের এই প্রতিক্রিয়া। এ প্রসঙ্গে কী বলছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়?

Advertisement

তিনি বললেন, “দর্শকের প্রতিক্রিয়া মেনে নিয়ে সব সময় চলা কঠিন। কারণ বিভিন্ন মানুষের ভাবনা বিভিন্ন। লেখককে তাঁর স্বাধীনতাটা নিতেই হয়। সব সময় প্রতিক্রিয়ার উপর নির্ভর করে গল্প লেখা তো সম্ভব নয়। কারণ, কাহিনির নিজস্ব একটা গতি আছে।” আইনি ভাষায়, যদি কোনও দম্পতি টানা অনেক বছর এক ছাদের তলায় না থাকেন, তা হলে সেই সম্পর্ক নেই বলেই ধরে নেওয়া হয়। গল্পে দেখানো হচ্ছে, কমলিনী এবং তার স্বামী প্রায় ২০ বছর আলাদা। লেখিকা বললেন, “৭ বছর খোঁজ না পেলে তো এমনিই ধরে নেওয়া হয় মৃত্যু হয়েছে। গল্পে স্বামী আবার বিয়ে করেছে। তার সন্তান হয়েছে। সব সময় তো বাস্তবের সঙ্গে মিল রেখে গল্প বলা যায় না। তার নিজস্ব কিছু উপাদান থাকে। এখানে কমলিনী আর স্বতন্ত্র সহবাস তো করেনি। যদিও সেই ভাবে দেখতে হয়, তা হলে তো অনেক আগে থেকেই এক বাড়িতে বসবাস করত তারা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement