Justin Bieber

বিদেশের নাইটক্লাব থেকে বিতাড়িত ‘জাস্টিন বিবার’? ভাইরাল ভিডিয়ো

লাস ভেগাসের এক ক্লাবে হঠাৎই অনুষ্ঠান করতে হাজির ‘জাস্টিন বিবার’। কিন্তু সেখানেই তাল কাটল হঠাৎ। কী এমন ঘটল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১২:৩২
Share:

কী ঘটল 'জাস্টিন বিবার'-এর সঙ্গে? ছবি: সংগৃহীত।

লাস ভেগাসের নাইটক্লাবে জমিয়ে শো করছেন জাস্টিন বিবার। আচমকাই ছন্দপতন। কেন? যিনি অনুষ্ঠান করছেন তিনি আদৌ জাস্টিন বিবার নন। এক ব্যক্তি নিজেকে পপতারকা বলে দাবি করে ক্লাবভর্তি দর্শককে রীতিমতো বোকা বানানোর চেষ্টা করলেন। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

Advertisement

জানা যাচ্ছে, ওই ব্যক্তির নাম ডিলান ডেসক্লোস। নিজের প্রচার তিনি ‘জাস্টিন বিবার লুক-অ্যালাইক’ বলেই করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় আপাতত তিনি ভাইরাল। লাস ভেগাসের এক নাইটক্লাবে মঞ্চে উঠে বিবারের একের পর এক হিট গান গাইতে থাকেন। শুধু তা-ই নয়, নিজের গানে মুগ্ধও করেন দর্শককে। তাঁরা ভাবতেই পারেননি যে মঞ্চের ভদ্রলোক আসল জাস্টিন নন। সূত্রের খবর, শনিবার উইন লাস ভেগাসে এই ঘটনা ঘটে। ওই ‘ছদ্মবেশি’ আয়োজকদের বিশ্বাস করাতে সক্ষম হয়েছিলেন যে তিনিই পপতারকা। যত ক্ষণে ক্লাবকর্তারা বুঝতে পারেন যে ওই ব্যক্তি আদতে ‘জাল’, তত ক্ষণে কয়েকটি গান গেয়েও ফেলেছেন তিনি।

ক্লাব কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতিতে ঘোষণা করা হয়, ‘বেশ অনেকক্ষণ ধরে নানা রকমের কৌশল চালানোর পর ওই ‘জাল’ জাস্টিন বিবারকে এক্সএস মঞ্চে প্রবেশাধিকার দেওয়া হয়। তবে, যে মুহূর্তে ভুল বোঝা যায়, সঙ্গে সঙ্গে তাঁকে ক্লাব থেকে বের করে দেওয়া হয় এবং ভবিষ্যতেও প্রবেশের অনুমতি ছিনিয়ে নেওয়া হয়।’ যে ডিস্কো জকি সেই মুহূর্তে ক্লাবে অনুষ্ঠান করছিলেন, ভুল বুঝে তিনিই মঞ্চে ওই ব্যক্তিকে ডাকেন। এমনকি তাঁর সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেন সমাজমাধ্যমে। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সাধারণ মানুষও ওঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। তবে ধরা পড়ার পর তাঁকে বের করে দেওয়া হয়েছে বলেই খবর। একইসঙ্গে তাঁকে পুরোপুরি ভাবে ওই নাইটক্লাব থেকে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। গোটা ঘটনায় আসল জাস্টিন বিবার এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

Advertisement

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই লস অ্যাঞ্জেলেসে নিজের নতুন অ্যালবামের জন্য এক পার্টির আয়োজন করেছিলেন জাস্টিন। উপস্থিত ছিলেন হেইলি বিবার, জন মেয়ার, ম্যাডিসন বিয়ার-সহ একাধিক তারকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement