Ranveer Singh

থমকে গেল রণবীরের ‘ধুরন্ধর’ ছবির শুটিং! অ্যাকশন, কাটের মাঝে আচমকা কী ঘটল?

লেহ-তে শুটিং চলাকালীন বিপত্তি। গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রণবীর সিংহের নতুন ছবির ১২০ জন সদস্য। ঠিক কী ঘটেছে? যে খাবার পরিবেশন করা হয়েছিল, তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১০:৫৭
Share:

কী ঘটেছে রণবীরের নতুন ছবির সেটে? ছবি: সংগৃহীত।

শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ রণবীর সিংহের আগামী ছবির প্রায় ১২০ জন সদস্য। মনে করা হচ্ছে, খাবার থেকে বিষক্রিয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা। লাদাখের লেহ-তে শুটিং চলছিল ‘ধুরন্ধর’ ছবির। স্বাভাবিক ভাবেই থেমে গিয়েছে শুটিং। একাধিক সূত্রের খবর, এই ঘটনা ঘটেছে রবিবার, ১৭ অগস্ট, বিকেলের দিকে। পাথর সাহিবে শুটিং চলছিল সেই সময়।

Advertisement

ঠিক কী ঘটেছিল? শোনা যাচ্ছে, খাবার খাওয়ার খানিক পর থেকেই সেটের কলাকুশলীদের প্রচণ্ড পেটে ব্যথা, বমি বমি ভাব, মাথা যন্ত্রণার মতো একাধিক উপসর্গ দেখা দিতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁদের সকলকে ‘সজল নারবু মেমোরিয়াল’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৬০০ জন ওই খাবার খেয়েছিলেন। যাঁদের মধ্যে ১২০ জন অসুস্থ হয়ে পড়েন। শুধু তা-ই নয়, শোনা যাচ্ছে, কেউ কেউ নাকি হৃদ্‌রোগজনিত সমস্যার সম্মুখীনও হন। যে খাবার পরিবেশন করা হয়েছিল, তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। কী থেকে সংক্রমণ হল, খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বাতিল করা হয়েছে শুটিং।

প্রসঙ্গত, নিজের জন্মদিনেই প্রকাশ্যে আসে রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম লুক। আদিত্য ধরের সঙ্গে এটি তাঁর প্রথম কাজ। এই ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন, অর্জুন রামপালের মতো তারকারা। সেই সঙ্গে শোনা যাচ্ছে, রণবীর ও আদিত্য একসঙ্গে তাঁদের পরবর্তী কাজ নিয়েও পরিকল্পনা করছেন। তবে ‘ডন ৩’ ছবির কাজ শেষ হওয়ার পরই নতুন ছবিতে হাত দেবেন রণবীর, গুঞ্জন এমনই। ‘ধুরন্ধর’ মুক্তি পাচ্ছে আগামী ৫ ডিসেম্বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement