Is 'Jelena Chemistry' Still Remains?

সেলেনাকে এখনও ভুলতে পারেননি বিবার? চুম্বনের ছবির মন্তব্যে ‘সিলমোহর’! জল্পনা উস্কে দিলেন

পুরনো একটি ছবি নতুন করে ভাইরাল। জাস্টিন-সেলেনার চুম্বনের ছবি নতুন করে জল্পনা উস্কে দিল। দুই শিল্পীর প্রেম কি আজও আছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১০:৫১
Share:

জাস্টিন বিবারের মনে এখনও সেলেনা গোমেজ? ছবি: সংগৃহীত।

গানের আন্তর্জাতিক মঞ্চ বলে, কবে সম্পর্ক চুকে গিয়েছে! সত্যিই কি কিছুই অবশিষ্ট নেই জাস্টিন বিবার-সেলেনা গোমজ়ের মধ্যে? পুরনো একটি ছবিতে বিবারের ভাললাগার সিলমোহর পড়তেই জল্পনা তুঙ্গে!

Advertisement

অনুরাগীরা সেই পোস্টে ঝাঁপিয়ে পড়েছেন। প্রথমে তাঁরা খুঁটিয়ে দেখেছেন, বিবার যে সমাজমাধ্যমের পাতা থেকে ‘লাইক’ দিয়েছেন, সেটি তাঁর নিজস্ব কি না। সে বিষয়ে নিঃসন্দেহ হতেই আলোচনা শুরু। অনুরাগীরা স্মৃতিতে ডুব দিয়েছেন।

সাল ২০১৬। জাস্টিন তখন ২১। সেই সময়ে সেলিনার সঙ্গে পপ গায়কের গাঢ় প্রেম। জুটিকে ভালবেসে ভক্তেরা ডাকতেন ‘জেলেনা’ বলে। তারই ছায়া পড়েছিল সেই সময়ে তোলা একটি ছবিতে। ঠোঁটে ঠোঁট রেখে তোলা সেই ছবি ঘিরে আলোচনাও হয়েছিল প্রবল। হঠাৎ করেই সেই ছবি ২০২৬, অর্থাৎ ১০ বছর পরে প্রকাশ্যে। ১০ বছর আগের ওই ছবিতে এক অনুরাগী মন্তব্য করেছিলেন, “এই জুটি অমর হোক”! এক দশক পরে সেই মন্তব্যেই ‘লাইক’ বিবারের। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তা হলে দুই শিল্পীর প্রেম কি আজও আছে?

Advertisement

সিলমোহর দেওয়া ভিন্ন বিবার আর কিছুই বলেননি। একই ভাবে নিশ্চুপ সেলেনাও। ফলে, ‘প্রাক্তন’ জুটির অনুভূতি জানার কোনও উপায়ই নেই।

প্রসঙ্গত, সেলেনার সঙ্গে প্রেম ভাঙার দু’বছর পরে হেইলিকে বিয়ে করেন জাস্টিন। তাঁদের সম্পর্ক, দাম্পত্য অনেক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। সম্প্রতি, তাঁদের বিয়ে ভাঙার গুঞ্জনে উত্তাল হয়েছিল সমাজ এবং সংবাদমাধ্যম। যদিও বিচ্ছেদের গুঞ্জনে এখনও সিলমোহর দেননি তারকাদম্পতি। বরং শোনা যায়, তাঁরা এখনও এক ছাদের নীচেই রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement