Kajal Aggarwal

পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের! খবর ছড়াতেই বেঁচে থাকার প্রমাণ দিলেন অভিনেত্রী

খ্যাতির যে বি়ড়ম্বনা আছে, তা ভালমতো টের পাচ্ছেন কাজল আগরওয়াল। জীবদ্দশায় ছড়িয়ে পড়ল অভিনেত্রীর মৃত্যুসংবাদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৭
Share:

কাজলের ভুয়ো মৃত্যুসংবাদ। ছবি: সংগৃহীত।

২০১০-এ রোহিত শেট্টী পরিচালিত ছবি ‘সিঙ্ঘম’-এর দৌলতে তাঁকে চেনেন না এমন সিনেপ্রেমী বিরল। এই পরিচিতি, জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক আছে, তেমনই রয়েছে নেতিবাচক দিকও। এ বার তেমন কিছুই ঘটল অভিনেত্রী কাজল আগরওয়ালের সঙ্গে। হঠাৎই ছড়িয়ে পড়ল অভিনেত্রীর মৃত্যুসংবাদ।

Advertisement

দিনকয়েক আগে, সমাজমাধ্যমে একটা পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তার পর থেকেই শোকজ্ঞাপনের ঢল! প্রায় উপচে পড়ছে শোকবার্তা। শেষে প্রায় বিরক্ত হয়ে, নিজেই নিজের বেঁচে থাকার খবর দিলেন অভিনেত্রী। কাজল সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আমাকে নিয়ে একটা ভিত্তিহীন খবর রটেছে যে, আমার নাকি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ, এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি যে, ঈশ্বরের কৃপায় আমি পুরোপুরি ভাল রয়েছি। নিরাপদে রয়েছি। সকলের কাছে আর্জি, এই ধরনের ভুয়ো খবর বিশ্বাস করবেন না। সদা ইতিবাচক থাকুন।’’ বছর দুই হল, মা হয়েছেন কাজল। আপাতত অভিনয় থেকে দূরেই রয়েছেন তিনি। খুব শীঘ্রই হয়তো বড় পর্দায় ফিরবেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement