Raj Kundra

৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, এর মাঝেই কেন কান্নায় ভেঙে পড়লেন শিল্পার স্বামী রাজ?

সম্প্রতি নিজের বান্দ্রার রেস্তরাঁ নিয়ে আবার আলোচনার কেন্দ্রে শিল্পা শেট্টী। এরই মাঝে প্রকাশ্যে হাপুস নয়নে কেঁদে উঠলেন স্বামী রাজ কুন্দ্রা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৩
Share:

প্রকাশ্যে কেঁদে ফেললেন শিল্পার স্বামী রাজ। ছবি: সংগৃহীত।

সময় ভাল যাচ্ছে না শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রার। তাঁদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, যার ফলে বিপাকে পড়েছে তারকাদম্পতি। সম্প্রতি নিজের বান্দ্রার রেস্তরাঁ নিয়েও প্রবল আলোচনার কেন্দ্রে চলে আসেন অভিনেত্রী। এর মাঝে, প্রকাশ্যে হাপুস নয়নে কেঁদে উঠলেন রাজ।

Advertisement

৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রাজের দ্বিতীয় ছবি ‘মেহর’। কেবল দেশে নয়, বিদেশেও মুক্তি পেয়েছে এই ছবি। রাজ আগেই জানিয়েছিলেন, এই ছবির প্রথম দিনের সম্পূর্ণ আয় তিনি বন্যাকবলিত পঞ্জাবে দান করবেন। রাজের এই উদ্যোগ, মন কেড়েছে নেটাগরিকদের। বেশির ভাগ ক্ষেত্রেই রাজের কাজকর্ম নেটাগরিকদের খুব একটা মনে ধরে না। কিন্তু এ ক্ষেত্রে উল্টোটাই ঘটল। শিল্পপতিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

তবে শুধু টাকা দিয়ে দায়িত্ব সারেননি রাজ। একেবারে বন্যাবিধস্ত পঞ্জাবে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন নিজে। তিনি সেখানে যাওয়ার পথে একটি ভিডিয়ো করে বলেন, ‘‘জীবনে অনেক ওঠাপড়া দেখেছি। ভিতরে থেকে ভেঙে গিয়েছি অনেক সময়। কিন্তু শেষ হয়ে যাইনি। পঞ্জাবের অবস্থাও তেমন। আমরা ভেঙে গিয়েছি, কিন্তু শেষ হইনি।’’ এই ভিডিয়োতেই তাঁকে অঝোরে কাঁদতে দেখা যায়। ভিডিয়োতে তিনি এও জানান, পঞ্জাবের ঘুরে দাঁড়ানোর জন্য পঞ্জাবীরাই ষথেষ্ট, অন্য কারও প্রয়োজন নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement