navya nair fine australia

অভিনেত্রীর খোঁপায় ফুলের মালা, মেলবোর্ন বিমানবন্দরে আটক! কেন নেওয়া হল লক্ষ টাকা জরিমানা?

দক্ষিণী ছবির খ্যাতনামী অভিনেত্রী নব্যা, অস্ট্রেলিয়া গিয়েছিলেন সেখানকার মালয়ালি সম্প্রদায় আয়োজিত ওনম উৎসবে শামিল হতে। সেখানেই দিতে হল মোটা টাকা জরিমানা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭
Share:

ফুল লাগানোর অপরাধে অভিনেত্রীকে দিতে হল লক্ষ টাকা জরিমানা। ছবি: সংগৃহীত।

খোঁপায় জড়ানো ফুলের মালা। সঙ্গে ব্যাগেও মালা নিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী নব্যা নাইয়ার। তাতেই অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে আটক করা হয় তাঁকে। অভিনেত্রীকে দিতে হল ১.১১ লক্ষ টাকা জরিমানা।

Advertisement

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নব্যা, অস্ট্রেলিয়া গিয়েছিলেন সেখানকার মালয়ালি সম্প্রদায় আয়োজিত ওনম উৎসবে শামিল হতে। যাওয়ার পথে, অভিনেত্রীর বাবা তাঁকে ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের মালা কিনে দেন। যার অর্ধেক তিনি খোঁপায় লাগিয়ে নেন, বাকিটা ব্যাগে রাখেন। ভেবেছিলেন পরে পরবেন। কিন্ত সেটা আর হল না। অস্ট্রেলিয়ার ‘বায়ো সিকিওরিটি ল’ ভঙ্গ করার অপরাধে অভিযুক্ত তিনি। নব্যা অবশ্য জরিমানা দিয়ে মিটিয়ে নেন বিষয়টা।

কী এই ‘বায়ো সিকিওরিটি ল’? এই আইন অনুযায়ী, অস্ট্রেলিয়ার বাইরে থেকে এমন কোনও জিনিস প্রবেশে বাধা দেওয়া হয় যা কোনও কীটপতঙ্গ এবং রোগ বয়ে আনতে পারে। কারণ, এর ফলে সেই দেশের মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। অভিনেত্রীর কথায়, ‘‘আমি যা করেছি, সেটা সেই দেশের আইনবিরুদ্ধ। যেটা করেছি, নিজের অজান্তেই করেছি। কোনও অজুহাত দেব না। তাই পুলিশ আধিকারিকেরা যখন আমাকে এই পরিমাণ জরিমানা দিতে বলেন, কথা বাড়াইনি। কারণ ভুলটা ভুলই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement