Entertainment News

ঐশ্বর্যাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন কাজল, দেখুন ভিডিয়ো

বীরুর প্রয়াণের খবর শুনে বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব সেলেবই দেখা করতে যান অজয় এবং কাজলের সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ১৪:৪১
Share:

ঐশ্বর্য-কাজলের সেই ছবি।— ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

গতকাল ৮৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন অজয় দেবগণের বাবা বীরু দেবগণ। মুম্বইয়ের এক হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর বীরুর মরদেহ নিয়ে যাওয়া হয় দেবগণ বাংলোতে। সেখান থেকে সন্ধেয় ভিলে পার্লেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Advertisement

বীরুর প্রয়াণের খবর শুনে বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব সেলেবই দেখা করতে যান অজয় এবং কাজলের সঙ্গে। শাহরুখ খান, সঞ্জয় দত্ত, বিদ্যা বালন। বনি কপূর, অয়ন মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চনের মতো তারকারা উপস্থিত ছিলেন। সেখানেই ঐশ্বর্যাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কাজল। মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

অমৃতসরে জন্মগ্রহণ করেন বীরু। মুম্বইতে গিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে শুরু করেন। ৮০টিরও বেশি ছবিতে সফল ভাবে কাজ করেছেন তিনি। তাঁর চার সন্তানের মধ্যে অজয় অভিনয় করেন। এ ছাড়া অনিল দেবগণ পরিচালনার সঙ্গে যুক্ত। বীরুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন কৌশানী?

The emotional moment #kajoldevgn and #aishwaryaraibachchan

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement