ব্যাকলেস টপ। চোখে সানগ্লাস। উঁচু করে বাঁধা চুল। বাংলা সিনে দর্শকের কাছে ইনি পরিচিত। চিনেতে পারছেন?
ইনি টলিউড নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। এই মুহূর্তে বালিতে ছুটি কাটাচ্ছেন তিনি। কিন্তু সঙ্গে কে?
না! নতুন কোনও গসিপ নয়। কারণ কৌশানী ছুটি কাটাচ্ছেন তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড বনি সেনগুপ্তের সঙ্গে। সদ্য সোশ্যাল মিডিয়ায় বেড়ানোর ছবি শেয়ার করেছেন এই জুটি।
আরও পড়ুন, ভোট নয়, ‘কিডন্যাপ’ নিয়ে বেশি টেনশনে আছি: দেব
রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ দিয়ে টলি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন কৌশানী। বিপরীতে ছিলেন বনি। এর পর রবি কিনাগি, রাজীব কুমার বিশ্বাস, রাজা চন্দ, অনিকেত চট্টোপাধ্যায়, অনুপ সেনগুপ্তর মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন নায়িকা। অনস্ক্রিন বনি-কৌশানীর জুটিকে পছন্দ করেন দর্শক। অফস্ক্রিনেও তাঁরা কবে সাতপাকে বাঁধা পরবেন, এখন সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।
Yayyy started my day with this beautiful yummy breakfast then landed up swimming 🏊♀️ 💕
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)