Kajol

নিসা ও যুগ ঝগড়া করলে গর্ব বোধ করেন কাজল, জানালেন নেপথ্যের কারণ

কাজলের দাবি, তাঁর দুই সন্তানের সঙ্গে কথা কাটাকাটি হলে দুঃখ পাওয়ার বদলে গর্ব বোধ করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২০:২১
Share:

ছেলে-মেয়েদের নিয়ে কী বললেন কাজল? ছবি: সংগৃহীত।

এমনিতেই কাজলের মেয়েকে সর্ব ক্ষণই কোনও কোনও কারণে সমাজমাধ্যেম কটাক্ষের শিকার হতে হয়েছে। যদিও অভিনেতা জানান, তাঁর চোখে নিসা ও যুগ দেবগন এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। মা হিসেবে তিনি পক্ষপাতদুষ্ট। এ বার কাজলের দাবি, তাঁর দুই সন্তানের সঙ্গে কথা কাটাকাটি হলে দুঃখ পাওয়ার বদলে গর্ব বোধ করেন।

Advertisement

সম্প্রতি একটি মরাঠী ছবি ‘উত্তর’-এর প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গী মা তনুজা। সেখানেই বাবা–মায়ের সঙ্গে ছেলেমেয়েদের মুখে মুখে তর্ক করার প্রসঙ্গ ওঠে। নিজের মত সেখানেই প্রকাশ করেন কাজল। তাঁর মতে, বাবা-মায়ের সঙ্গে সব বিষয়ে ছেলেমেয়েদের মনের মিল হবে, এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। বরং মতবিরোধ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন।

কাজলের কথায়, ‘‘আমি মনে করি মতের মিল হচ্ছে না— মানে, আমি এমন একজন মানুষকে বড় করে তুলেছি যে প্রশ্ন করতে পারে। লোকের কথা মেনে নেওয়া নয়, বরং প্রশ্ন করতে শিখতে হয়। আমার মেয়ের সঙ্গে বহু বিষয়ে মতবিরোধ হয়।’’ যদিও শেষে কাজল জানান, তিনি তাঁর মায়ের সঙ্গে তেমন কিছু করেননি। অভিনেত্রীর মা যদিও পাল্টা জানান, প্রতি মুহূর্তেই কাজল তাঁর মায়ের কথার বিরোধিতা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement