Entertainment News

‘কামসূত্র থ্রিডি’র অভিনেত্রী সাইরা খান প্রয়াত

কামসূত্র থ্রিডি’তে সাইরার সুযোগ পাওয়া খুব সহজ ছিল না। রূপেশ বহু সময় ধরে তাঁকে রাজি করিয়েছিলেন বলে জানিয়েছেন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৭:১৬
Share:

সাইরা খান।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেত্রী সাইরা খানের। ২০১৩-এ মুক্তিপ্রাপ্ত ‘কামসূত্র থ্রিডি’তে অভিনয় করেছিলেন তিনি।

Advertisement

সাইরার মৃত্যুর খবর পাওয়ার পর কামসূত্র থ্রিডি’র পরিচালক রূপেশ পাল সাংবাদিকদের বলেন, ‘‘শকিং নিউজ। আরও অনেক পরিচিতি বা জনপ্রিয়তা পাওয়া উচিত ছিল ওর। পারফরম্যান্সে নিজেকে প্রমাণও করেছিল। আমাদের দুঃখের সময়। ওর আত্মা শান্তি পাক।’’

কামসূত্র থ্রিডি’তে সাইরার সুযোগ পাওয়া খুব সহজ ছিল না। রূপেশ বহু সময় ধরে তাঁকে রাজি করিয়েছিলেন বলে জানিয়েছেন। ‘‘সাইরা রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে ছিল। ফলে ডেবিউতেই কামসূত্রের মতো বোল্ড ছবিতে অভিনয় করাটা খুব সহজ ছিল না। সাইরা সেই চ্যালেঞ্জটা নিয়েছিল। ওই চরিত্রটা ওর মতো করে কেউ করতে পারত না’’ শেয়ার করেছেন রূপেশ।

Advertisement

আরও পড়ুন, ইন্ডাস্ট্রিতে সকলকেই কাজের জন্য বলি, কিন্তু…

বলিউড ছাড়াও কিছু আঞ্চলিক ছবিতে কাজ করেছিলেন সাইরা। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

আরও পড়ুন, বিয়ে করছেন নবনীতা, পাত্র কে জানেন?

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement