নবনীতা দাস। টেলি পাড়ার চেনা মুখ। ২০১৫-এ ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেন তিনি। তাঁর অভিনয় দর্শকদের ভাল লেগেছিল। সেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এ বার কিছু পরিবর্তন আসতে চলেছে। বিয়ে করতে চলেছেন নবনীতা। পাত্র কে জানেন?
পাত্রকেও বাংলা টেলিভিশনের দর্শক ভালই চেনেন। তিনিও অভিনয়ের ক্ষেত্রে জনপ্রিয় মুখ। জিতু কমল। টেলি পাড়ার এই দুই অভিনেতা সাতপাকে বাঁধা পরতে চলেছেন আগামী ৬মে। আগামী ৮মে রিসেপশন।
বিয়ের জন্য শুভেচ্ছা জানাতেই জিতু বললেন, ‘‘আমাদের বেশিদিনের আলাপ নয়। কেউ কাউকে প্রোপোজও করিনি। ইনফ্যাক্ট নবনীতা আমাকে কেন পছন্দ করেছে তাও জানি না। কী ভাবে যেন হয়ে গেল। এত তাড়াতাড়ি বিয়ে করবও ভাবিনি। ভেবেছিলাম, পুজোর পর অগ্রহায়ণে হবে। খুব তাড়াতাড়িই হল সব কিছু।’’