বলিউডে তাঁর দীর্ঘ কর্মজীবন। বহু হিট ছবির নায়িকা তিনি। যদিও বিয়ের পরে ধীরে ধীরে কাজ কমিয়েছেন। যদিও বর্তমানে ফের পুরোদমে কাজ শুরু করেছেন কাজল। এ বার বলিউডের গণ্ডি ছাড়িয়ে তিনি সোজা হলিউ়ডে। ‘স্ট্রেঞ্জার থিংস’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। ভাইরাল কয়েক সেকেন্ডের ভিডিয়ো।
আরও পড়ুন:
এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হলিউডের সিরিজ় ‘স্ট্রেঞ্জার থিংস’। এই সিরিজ়ের পঞ্চম সিজ়নের প্রথম খণ্ড মুক্তি পায় নভেম্বর মাসে এবং দ্বিতীয় খণ্ড মুক্তি পায় বড়দিনে। এটাই এই সিরিজ়ের অন্তিম সিজ়ন। সেখানেই নাকি দেখা গিয়েছে কাজলকে। কাজলের রক্তমাখা মুখ, ঠিক যেন সিরিজ়ের দৈত্য ভেকনা! নিমেষে ভাইরাল হয় সেই ভিডিয়ো। নেটাগরিকদের একাংশ বিশ্বাস করেই বসেছে, ওই সিরিজ়ে অভিনয় করেছেন কাজল। পরে জানা যায় যে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই ভিডিয়ো সম্পাদনা করে বানানো হয়েছে। অভিনেত্রীর ওই দৃশ্যটি অবশ্য ‘মা’ ছবির ক্লাইম্যাক্সের। কিন্তু, ‘স্ট্রেঞ্জার থিংস’-এ তিনি অভিনয় করেননি।