Kanchan-Sreemoyee Honeymoon

কাঞ্চন-শ্রীময়ীর দাম্পত্যের গল্প এ বার পর্দায়, কী জানালেন উত্তরপাড়ার বিধায়ক?

দু’জনের বয়সের পার্থক্য বিস্তর। তবু প্রেম যে এ সবের বাধা মানে না। বাংলা বিনোদন জগতের চর্চিত জুটি এ বার টিভির পর্দায়!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৭:২৩
Share:

কাঞ্চন-শ্রীময়ী। ছবি: সংগৃহীত।

তাঁদের প্রেম জীবন থেকে দাম্পত্য জীবনে প্রবেশের গল্প একেবারেই রূপকথা নয়। কিন্তু সেখানে ছিল প্রেম, বন্ধুত্ব একে অপরের পরিপূরক হয়ে ওঠার গল্প। তাঁরা হলেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। দু’জনের বয়সের পার্থক্য বিস্তর। তবু প্রেম যে এ সবের বাধা মানে না। শ্রীময়ীর আগে কাঞ্চনের আরও দুটো বিবাহিত সম্পর্ক ছিল। যদিও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের কলহ এক সময় দর্শকদের চর্চার অঙ্গ হয়ে উঠেছিল। এখন অবশ্য পথ আলাদা হয়েছে তাঁদের। কন্যাসন্তান ও শ্রীময়ীকে নিয়ে এখন সংসারী কাঞ্চন। এ বার চর্চিত এই জুটি নাকি আসতে চলেছেন টিভির পর্দায়।

Advertisement

বাংলা টেলিভিশন চ্যানেলের একটি গেম শোয়ে নাকি প্রতিযোগী হিসেবে দেখা যাবে এই জুটিকে। উঠে আসবে তাঁদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি। শুধু কাঞ্চন-শ্রীময়ী নন, বাংলা বিনোদন জগতের আরও বেশ কিছু তারকা জুটি অংশ নেবেন এই অনুষ্ঠানে। যদিও এ প্রসঙ্গে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক জানান, এই নিয়ে এখনও তিনি তেমন কিছু জানেন না। তবে এমন কোনও প্রস্তাব পেলে সেখানে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। একই মত তাঁর স্ত্রী শ্রীময়ীর। সম্প্রতি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং শেষ করেছেন কাঞ্চন। এ ছাড়াও খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে দেব অভিনীত ‘প্রজাপতি ২’ ছবিতে। লন্ডনের শুটিং শেষ হয়েছে, এখনও কলকাতায় কিছুটা শুটিং বাকি আছে। এ ছাড়াও রয়েছে বিধায়কের দায়িত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement