kangana ranaut

Kangana Ranaut: ‘মনিকর্ণিকা’ এবং ‘পঙ্গা’-র জন্য ফের জাতীয় পুরস্কার কঙ্গনার, মনোজকেও একই সম্মান

সেরা হিন্দি ছবির পুরস্কার ‘ছিঁছোড়ে’-র পরিচালক নীতিশ তিওয়ারির ঝুলিতে। ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ২১:০৬
Share:

জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা এবং মনোজ

‘মনিকর্ণিকা’ এবং ‘পঙ্গা’। দু’টি ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। একই অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কার উঠল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের হাতে। অন্য দিকে ‘ভোঁসলে’ এবং ‘অসুরন’ ছবির জন্য এ বছরের সেরা অভিনেতার তকমা পেলেন যথাক্রমে বলি তারকা মনোজ বাজপেয়ী এবং দক্ষিণী অভিনেতা ধনুষ। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হল ৬৭তম জাতীয় পুরস্কার প্রদান পর্ব।

Advertisement

সেরা হিন্দি ছবির পুরস্কার ‘ছিঁছোড়ে’-র পরিচালক নীতিশ তিওয়ারির ঝুলিতে। ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত। পুরস্কার নিতে গিয়ে তাঁর কথা মনে পড়ে গিয়েছে নীতিশের। বলেছেন, ‘‘আজ সুশান্তের কথা খুব মনে পড়ছে। তিনি এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। এই পুরস্কার তাঁকেই উৎসর্গ করলাম।’’

‘কেসরি’ ছবির ‘তেরি মিট্টি’ গানটির জন্য সেরা গায়কের জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বি প্রাক। সেরা বাংলা ছবির শিরোপা সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী’র। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’-এর সঙ্গীত পরিচালনা ও মৌলিক চিত্রনাট্যও নাম লিখিয়েছে সেরার তালিকায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন