Bollywood Controversy

শুরু থেকেই বক্স অফিসে তেজহীন ‘তেজস’, মুখ বাঁচাতে কী নিদান দিলেন কঙ্গনা?

গত কয়েক বছরে তাঁর ঝুলিতে একটাও হিট ছবি নেই। প্রযোজক হিসাবেও সাফল্যের মুখ দেখেননি কঙ্গনা। অভিনেত্রীর সাম্প্রতিক ছবি ‘তেজস’ও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৩:২৬
Share:

‘তেজস’ ছবিতে কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

সদ্য মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘তেজস’। ছবিতে এক বায়ুসেনা আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। মাসখানেক ধরে দেশপ্রেমমূলক এই ছবির প্রচার করছেন অভিনেত্রী। এমনকি, ছবির প্রচারে চলতি বছরের দশেরায় রাবণ দহন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিলেন তিনি। যদিও দিল্লির লাল কেল্লায় ইতিহাস গড়ার সুযোগ পেয়েও তীরে এসে তরী ডুবিয়েছেন তিনি। তাঁরই মতো দশা তাঁর ছবিরও। গত শুক্রবার মুক্তি পাওয়ার পরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘তেজস’। শুক্র, শনি ও রবিবার মিলিয়ে সপ্তাহান্তে ‘তেজস’-এর ঝুলিতে তিন কোটি টাকাও আসেনি। প্রেক্ষাগৃহে এই ছবির ভবিষ্যৎ যে খুব একটা আশাব্যঞ্জক নয়, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিনোদন জগতের ব্যবসা বিশেষজ্ঞেরা। যদিও এমন অবস্থাতেও হাল ছাড়তে নারাজ কঙ্গনা। নিজের ছবির ব্যর্থতা ঢাকতে ফের সমাজমাধ্যমের পাতায় মুখ খুললেন বলিউডের বিতর্ক ‘কুইন’।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা। অভিনেত্রীর কথায়, ‘‘কোভিডের আগে থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় কমে এসেছিল। অতিমারির সময় তা আরও তলানিতে গিয়ে ঠেকে। এমনকি, বিনামূল্যে টিকিট বিক্রি করার পরেও লাভের মুখ না দেখে কত প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে। দর্শকদের অনুরোধ করছি যাতে তাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেন। না হলে প্রেক্ষাগৃহগুলো সব একে একে বন্ধ হয়ে যাবে।’’ কঙ্গনার দাবি, যাঁদের ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘মেরি কম’-এর মতো ছবি ভাল লেগেছে, তাঁদের ‘তেজস’ ভাল লাগতে বাধ্য। পাশাপাশি, অভিনেত্রীর অভিযোগ, ৯৯ শতাংশ ছবিকে নাকি দর্শক সুযোগই দেন না।

কঙ্গনার এই অভিযোগের উত্তর দিতে অবশ্য ছাড়েননি নেটাগরিকরা। নেটাগরিকদের একটা বড় অংশের দাবি, ছবি ভাল হলেই দর্শক প্রেক্ষাগৃহে ভিড় জমান। নিজেদের সপক্ষে ‘পাঠান’, ‘জওয়ান’-এর উদাহরণও দেন তাঁরা। নেটাগরিকদের একাংশের মতে, কঙ্গনা আগে নিজে ভাল ছবি বানান, তার পর অভিযোগের পাহাড় গড়বেন। ‘তেজস’কে ইতিমধ্যেই ‘সস্তার টপ গান’ ছবি বলেও দাগিয়েছেন সমালোচকেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন