‘গার্লফ্রেন্ড’দের প্রশংসায় মুখ খুললেন কঙ্গনা

রাগ বা বিতর্ক। এ সব নিয়েই শিরোনামের চর্চায় থাকেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। কিন্তু এ বার তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুদের প্রশংসায় মুখ খুললেন। আর কঙ্গনার সেই বন্ধুরা হলেন, প্রিয়ঙ্কা চোপড়া, বিদ্যা বালন এবং সোনম কপূর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০১৬ ১৩:২০
Share:

রাগ বা বিতর্ক। এ সব নিয়েই শিরোনামের চর্চায় থাকেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। কিন্তু এ বার তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুদের প্রশংসায় মুখ খুললেন। আর কঙ্গনার সেই বন্ধুরা হলেন, প্রিয়ঙ্কা চোপড়া, বিদ্যা বালন এবং সোনম কপূর। কঙ্গনা প্রকাশ্যে জানিয়েছেন, হৃতিক ইস্যুতে এই তিন নায়িকা সব সময় তাঁর পাশে ছিলেন। তাঁকে মানসিক ভাবে ভরসা দিয়েছেন।

Advertisement

কঙ্গনার কথায়, ‘‘আমার সব গার্লফ্রেন্ডরা আমেজিং। ওরা কোনও কিছু নিয়ে আমাকে অহেতুক প্রশ্ন করে না। আমরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও আলোচনা করি না। কিন্তু আমি ফোন করলে সব বিপদে আমার পাশে থাকে। প্রিয়ঙ্কা, বিদ্যা, আর সোনম তো খুব হেল্প করেছে। অনেক পুরুষ বন্ধুও আমার খারাপ সময়ে পাশে থেকেছে।’’

তবে বি-টাউনের একটা বড় অংশ বলছে, কলিগদের প্রশংসা করা কঙ্গনার স্বভাব বিরুদ্ধ কাজ। এর আগে একাধিকবার প্রিয়ঙ্কাকে আক্রমণ করেছন তিনি। কখনও প্রিয়ঙ্কার হলিউডি পারফরম্যান্স নিয়ে কখনও বা জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে কটাক্ষ করেছেন। সেই কঙ্গনাই কেন খোলাখুলি প্রিয়ঙ্কার প্রশংসা করছেন, উঠছে সে প্রশ্নও।

Advertisement

আরও পড়ুন, গোপনে বাগদানও সেরে ফেলেছিলেন হৃতিক-কঙ্গনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement