‘শাহরুখ-সলমনের ফের একসঙ্গে সিনেমা করা উচিত’

দেশে বা দেশের বাইরে এই দুই সুপারস্টারের বিপুল জনপ্রিয়তা। তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। সম্প্রতি তাঁদের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা সম্পর্কের বরফও গলতে শুরু করেছে। আর তাই পরিচালক কর্ণ জোহরের মতে শাহরুখ আর সলমন খানের এ বার একসঙ্গে কাজ করার সময় এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ১৯:৩০
Share:

দেশে বা দেশের বাইরে এই দুই সুপারস্টারের বিপুল জনপ্রিয়তা। তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। সম্প্রতি তাঁদের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা সম্পর্কের বরফও গলতে শুরু করেছে। আর তাই পরিচালক কর্ণ জোহরের মতে শাহরুখ আর সলমন খানের এ বার একসঙ্গে কাজ করার সময় এসেছে। বিশ্ব জুড়ে তাঁদের ফ্যানেরা তারই অপেক্ষায় রয়েছে। কর্ণ বলেছেন, ‘‘আমার মনে হয়, সেটা একটা দেখার মতো সিনেমা হবে।’’

Advertisement

কর্ণকে তাঁর জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ কর্ণ' সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই চ্যাট শো-এর প্রথম শোতেই তিনি শাহরুখকে আনতে পারেন। 'কফি উইথ কর্ণ'এর পরবর্তী সিজন সম্ভবত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই শুরু হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement