Karan Johar

শাহরুখ-কাজল রোম্যান্স করছেন মিশরে, সেই সময় পেটে কামড়! নিজেকে সামাল দিতে না পেরে নাজেহাল অবস্থা কর্ণের

‘সূরজ হুয়া মধ্যম’ গানের শুটিং করতে গিয়ে মিশরে যা হয়েছিল তা ভাবলে নিজেও নাকি শিউরে ওঠেন কর্ণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২৩:৩৫
Share:

কর্ণ জোহর। —ফাইল চিত্র।

কর্ণ জোহর বলিউডের অন্যতম খ্যাতনামী পরিচালক। তাঁর জীবনে নাকি একাধিক এমন ঘটনা রয়েছে যা প্রকাশ্যে বলা যায় না। তবে ‘কভি খুশি কভি গম’ ছবির ‘সূরজ হুয়া মধ্যম’ গানের শুটিং করতে গিয়ে মিশরে যা হয়েছিল তা ভাবলে এখনও নাকি শিউরে ওঠেন কর্ণ।

Advertisement

পর্দায় সিনেমা দেখতে যতটা ভাল, সিনেমা তৈরির গল্পগুলো হয় একেবারে অন্য রকম। শাহরুখ খান ও কাজল তখন রোম্যান্স করছেন মিশরের মরুভূমিতে। মনিটরে চোখ রেখে পরিচালক। এমন সময় মাঝপথে শুটিং বন্ধ করতে হয় কর্ণকে। পেটে নাকি মোচড় দিয়ে ওঠে।

কর্ণ এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমরা মরুভূমিতে গানের শুট করছি। পেটে এমন ব্যথা শুরু হল, মনে হল যেন মরে যাব। শুটিং থামিয়ে বহু দূরে চলে যাই। সাদা চুনাপাথর খুঁজে তার পিছনে বসে পড়ি। আমার সঙ্গে আরও এক জন ছিলেন। দু’জনেই একে অন্যের মুখের দিকে তাকাতে থাকি। আমাকে যেতেই হত, কিছু করার ছিল না। তবে এই অভিজ্ঞতা জীবনে ভুলব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement