(বাঁ দিকে) সোহার সঙ্গে করিনা, সাবা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
ছোট থেকেই লাজুক প্রকৃতির ছিলেন শর্মিলা ঠাকুরের বড় মেয়ে সাবা। পরিবারের অন্য সদস্যদের মতো ক্যামেরার সামনে আসেননি তিনি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অলঙ্কারশিল্পী হিসবে। সম্প্রতি ১৩ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন করিনা কপূর ও সইফ আলি খান। ভাই ও বৌদির প্রেমপর্বের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সাবা। তাতে করিনা কোনও মন্তব্য না করায় কটাক্ষের মুখে সাবা। বৌদি নাকি তাঁকে পাত্তা দেন না, সোহার সঙ্গে যত ভাব! সমালোচকদের পাল্টা জবাব দিলেন সাবা।
করিনা ও সইফের ছবি ভাগ করে নিয়ে সাবা লেখেন, ‘‘এখনও তোমাদের মধ্যে সেই পুরনো আকর্ষণ রয়েছে। তোমরা যখন প্রেম করতে, তখন যেমনটা ছিল। এক দিকে করিনা যেমন লোকজনকে মাতিয়ে রাখতে পারে, ভাই ততটাই ধীরস্থির। তোমার (করিনা) কাউকে পরোয়া না করার যে স্বভাব, সেটাকে পছন্দ করি। আরও একবার আমাদের পরিবারে তোমাকে স্বাগত।’’ সাবার এই পোস্টে করিনা কোনও প্রতিক্রিয়া দেননি কিংবা মন্তব্যও করেননি। তাতেই রে-রে করে ওঠেন নেটাগরিকরা। পাল্টা তাঁদের সাবা বলেন, ‘‘অন্যকে খুশি করতে ভাল লাগে। আমি যা করছি সেটা আমার পছন্দ, তা-ই করছি।’’ আগেও বেশ কয়েক বার করিনাকে নিয়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয় সাবাকে। যদিও প্রতি বার বৌদিকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন সাবা।