Karan Johar

বড় সমালোচক

কর্ণের ‘এক অউর ক্রিটিক’ লেখা এই ভিডিয়ো দেখে হাসিঠাট্টার রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ০০:০২
Share:

যশ-রুহির সঙ্গে কর্ণ

কথায় বলে, নিজের পরিবারের চেয়ে বড় ক্রিটিক আর কেউ হয় না। সম্প্রতি কোয়রান্টিন পর্বে থাকাকালীন কর্ণ জোহরও পেয়ে গিয়েছেন নিজের সিনেমার অন্যতম বড় সমালোচককে। তাঁর দিবারাত্র এখন কাটছে ছেলেমেয়ে যশ আর রুহিকে নিয়ে। সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন কর্ণ। তাতে দেখা যাচ্ছে, যশ স্পষ্ট ভাবে বলছে, বাবার তৈরি ‘কুছ কুছ হোতা হ্যায়’ খুব বোরিং। এ কথা বলে বাবাকে রীতিমতো পাত্তা না দিয়ে ছাদের এককোণে গটগটিয়ে হেঁটে চলে যাচ্ছে যশ। কর্ণের ‘এক অউর ক্রিটিক’ লেখা এই ভিডিয়ো দেখে হাসিঠাট্টার রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কারও বক্তব্য, হয়তো ১২ বছর পরে যশের ছবিটা ভাল লাগবে। কেউ আবার সরাসরি প্রশ্ন করেছে, যশ কি কর্ণের আগামী ছবি ‘তখত’-এর চিত্রনাট্য পড়ে দর্শকদের হিন্ট দিয়ে দিল! তবে সেরা উত্তর বোধহয় এটাই… যেখানে ভিডিয়োর নীচে এক ফ্যান কর্ণের ছবি ‘কভি খুশি কভি গম’-এ অমিতাভের সংলাপ আওড়েছেন। ছবি প্রসঙ্গে তাঁর জবাব, ‘কহে দিয়া না, বস কহে দিয়া!’ কর্ণের ছবির সংলাপই যে এমন বুমেরাং হবে, তা আর আগে কে জানত!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন