Alia Bhatt

শুধু মহেশ কেন, দাদু হলেন তিনিও! সদ্যোজাত রাজকন্যাকে খোলা চিঠি কর্ণের

বলিউডের খ্যাতনামী সঞ্চালক তথা প্রযোজক কর্ণের চোখের সামনে বেড়ে উঠেছেন রণবীর আর আলিয়া। মাস কয়েক আগে তাঁদের বিয়েতেও নিজের মতো করে আনন্দ করেছেন। এ বার তাঁদের সন্তানের গর্বিত দাদু হলেন কর্ণ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১৯:১৯
Share:

যে ‘রণলিয়া’কে বড় হতে দেখলেন কর্ণ । -ফাইল চিত্র

জন্ম নিয়েছে রাজকন্যা। দাদু মহেশ ভট্টের কথায়, ‘নতুন সূর্যোদয়’। রণবীর কপূর এবং আলিয়া ভট্টের জীবনের এই মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কর্ণ জোহর। ‘রণলিয়া’র সদ্যোজাত কন্যার দাদু যে তিনিও! সেই আনন্দ প্রকাশ করে ভালবাসা এবং আশীর্বাদ এঁকে দিলেন নবজাতকের মঙ্গলকামনায়। দীর্ঘ বার্তায় ভালবাসা জানালেন স্নেহের তারকা জুটিকেও।

Advertisement

বলিউডের খ্যাতনামী সঞ্চালক তথা প্রযোজক কর্ণের চোখের সামনে বেড়ে উঠেছেন রণবীর আর আলিয়া। মাস কয়েক আগে তাঁদের বিয়েতেও নিজের মতো করে আনন্দ করেছেন। বিয়ের ছবির বেশির ভাগ ফ্রেমে উপস্থিত কর্ণকে দেখে কে বলবে, তিনি বাড়ির লোক নন! একই ভাবে, ‘রণলিয়া’র কোল জুড়ে ফুটফুটে কন্যা দেখে চোখ চিকচিক করে উঠল কর্ণের। আবেগপ্রবণ হয়ে নবজাতকের উদ্দেশে লিখলেন, “ভালবাসায় আমার হৃদয় কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। শিশুকন্যা, তোমায় স্বাগত জানাই পৃথিবীতে। জানো না, কত আদর অপেক্ষা করে আছে তোমার জন্য! দাদু হিসাবে আমি গর্বিত।”

সঙ্গে স্নেহের ‘রণলিয়া’কে লিখলেন, “তোমাদের আকাছোঁয়া ভালবাসা জানাই।” শুভেচ্ছাবার্তার সঙ্গে কর্ণ ভাগ করে নিয়েছেন তারকা জুটির বিয়ের আসরের এক ছবিই।

Advertisement

তিনি শুধু বলিউডের খ্যাতনামী সঞ্চালক নন, বলিউডের প্রবাদ-- 'সর্বঘটে কর্ণ জোহর'। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত যে ‘ব্রহ্মাস্ত্র’-র সেটে প্রেম গাঢ় হয়েছিল রণবীর-আলিয়ার, সে ছবির প্রযোজকও কর্ণ। ছবিও হিট, সঙ্গে স্বপ্নপূরণ আলিয়ারও। রণবীরকেই যে জীবনসঙ্গী হিসাবে কামনা করতেন আলিয়া, সেই কৈশোর থেকেই। শুধু পথে সামান্য দেরি হয়ে গেল। রবিবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কপূর খানদানে আগমন হল নতুন অতিথির। তার পর থেকেই নেটদুনিয়ায় শুভেচ্ছায় ভাসছেন আলিয়া-রণবীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন