Entertainment News

শাহরুখ খানকে এই কারণে বিয়ে করতে চান কর্ণ!

শাহরুখ খান ও কর্ণ জোহরের বন্ধুত্ব দীর্ঘ দিনের। কেরিয়ারে পরিচালক-অভিনেতা হিসেবে যেমন বহু ছবি করেছেন, তেমনই ব্যক্তি জীবনেও তাঁদের বন্ধুত্ব বলিউডে বেশ আলোচিত। এ হেন কর্ণ হঠাত্ই শাহরুখ খানকে বিয়ে করতে চাইলেন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৫:৩৬
Share:

মুম্বইয়ের একটি অনুষ্ঠনে শাহরুখ ও কর্ণ। ছবি: সংগৃহীত।

শাহরুখ খান ও কর্ণ জোহরের বন্ধুত্ব দীর্ঘ দিনের। কেরিয়ারে পরিচালক-অভিনেতা হিসেবে যেমন বহু ছবি করেছেন, তেমনই ব্যক্তি জীবনেও তাঁদের বন্ধুত্ব বলিউডে বেশ আলোচিত। এ হেন কর্ণ হঠাত্ই শাহরুখ খানকে বিয়ে করতে চাইলেন! সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হওয়ার পর এ কী পরিবর্তন পরিচালকের?

Advertisement

আরও পড়ুন, বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কপিল

না! এই ইচ্ছের কথা নিজে থেকে বলেননি কর্ণ। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁর কাছে তিনটি অপশন দেওয়া হয়। শাহরুখ খান, সিদ্ধার্থ মালহোত্রা এবং ঐশ্বর্যা রাই বচ্চন। জানতে চাওয়া হয়, এঁদের মধ্যে কাকে বিয়ে করতে চান, কে তাঁর শত্রু? আর বন্ধুই বা কে? উত্তরে কর্ণ বলেন, ‘‘আমি শাহরুখ খানকে বিয়ে করতে চাই। কারণ ওর বাংলোটা আমার খুব পছন্দের।’’

Advertisement

এর পরেই কর্ণ জানান, ঐশ্বর্যা আর সিদ্ধার্থকে তিনি মেরে ফেলতে চান। কারণ কোনও ভাবেই ওই প্রশ্নের উত্তর তিনি দেবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement