দেখা নেই!

বিমানবন্দরে পৌঁছেই ছবি শিকারিদের নজরে পড়বেন বলে জানতেন। ব্যাগপ্যাক, নতুন শেডস সব কিছুই সঙ্গে ছিল। তবে সবই বৃথা! পাপারাৎজিকে তো দেখাই গেল না। তা হলে কর্ণের সাজের কী হবে? তড়িঘড়ি টুইট করলেন।

Advertisement
শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০০:০০
Share:

ছবি-শিকারিদের দৌরাত্ম্যে তারকাদের রাতের ঘুম উড়ে যায়। আবার তাদের দেখা না পাওয়া গেলেও চরম হতাশা! কর্ণ জোহর সম্প্রতি এমনই অভিজ্ঞতার মুখোমুখি হলেন। লন্ডন থেকে সদ্য ফিরছিলেন মুম্বই। এমনিতে তিনি সেজেগুজেই থাকেন। বিমানবন্দরে পৌঁছেই ছবি শিকারিদের নজরে পড়বেন বলে জানতেন। ব্যাগপ্যাক, নতুন শেডস সব কিছুই সঙ্গে ছিল। তবে সবই বৃথা! পাপারাৎজিকে তো দেখাই গেল না। তা হলে কর্ণের সাজের কী হবে? তড়িঘড়ি টুইট করলেন। যোগ করলেন, এই লুকে তাঁকে আবারও দেখা যেতে পারে। সে ক্ষেত্রে হয়তো ছবি শিকারির দল কিছু বলবেন না।

Advertisement

কর্ণের ঠা়ট্টা করা টুইট পড়ে পরিণীতি চোপড়া, রাজকুমার রাও, সোনম কপূর, কর্ণ ওয়াহি সকলেই খুব মজা পেয়েছেন। টুইটেই ধরা পড়েছে তাঁদের আনন্দ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement