Entertainment News

টিভির সবচয়ে দামি অভিনেত্রী করিনা?

করিনা জানিয়েছেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এ কথা স্পষ্ট জানিয়েছেন কর্তৃপক্ষকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ১৯:১১
Share:

করিনা কপূর খান। ছবি: এএফপি।

বড় পর্দায় করিনা কপূর খানকে দেখতে দর্শক অভ্যস্ত। কিন্তু টেলিভিশনে নয়। এ বার ছোটপর্দাতেও তাঁকে দেখতে পাবেন দর্শক। সৌজন্যে আসন্ন একটি নাচের রিয়্যালিটি শো। সেখানে বিচারকের ভূমিকা পালন করবেন বেগমসাহেবা। আর এই শো-এর জন্যই নাকি করিনা টিভির সবচয়ে দামি অভিনেত্রী হতে চলেছেন।

Advertisement

এ প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাত্কারে করিনা বলেন, ‘‘যদি একজন পুরুষ বিচারক নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পান, তা হলে মহিলা বিচারকেরও তো তাই পাওয়া উচিত। আমি যতটা সময় ওখানে দেব, তার জন্য যে পারিশ্রমিক নেওয়া উচিত, তাই নিচ্ছি।’’

করিনা জানিয়েছেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এ কথা স্পষ্ট জানিয়েছেন কর্তৃপক্ষকে। ‘‘তৈমুরের জন্য আট ঘণ্টার বেশি কাজ করব না এখন। আসলে অনেক সময় ১২ ঘণ্টাও কাজ করতে হয়। কিন্তু সেটা সম্ভব নয়, প্রথমেই বলে দিয়েছি। আর ওরা এত ভাল যে আমার সব শর্তই মেনে নিয়েছে’’ শেয়ার করেছেন করিনা।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, রাজনীতিতে যোগ দিচ্ছেন সোনু নিগম?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement