Kareena Kapoor Khan

‘একটা রাতও থাকেনি’, বিয়ের ১৪ বছর পরেও সইফকে নিয়ে কোন অভিযোগ রয়েছে করিনার?

বছরখানেক আগে করিনার অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন রণবীর কপূর। সেখানেই ভাইয়ের কাছে স্বামীকে নিয়ে অনুযোগ করেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯
Share:

সইফকে নিয়ে কী অভিযোগ করিনার? ছবি: সংগৃহীত।

সইফ আলি খান ও করিনা কপূরের প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন। স্বামী সইফের প্রেমে তিনি সবসময় মন্ত্রমুগ্ধ, বরাবর সে কথাই বলে এসেছেন করিনা। একই সঙ্গে সইফের বিরুদ্ধে অভিযোগও রয়েছে করিনার। প্রথম সন্তান তৈমুরের জন্মের পরে তিনি কাছে পাননি সইফকে। সে কথাই এ বার জানালেন অভিনেত্রী।

Advertisement

বছরখানেক আগে করিনার একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন রণবীর কপূর। সেখানেই ভাইয়ের কাছে স্বামীকে নিয়ে অনুযোগ করেন। রণবীর নিজেই জানিয়েছিলেন, রাহার জন্মের আগে কী ভাবে তিনি আলিয়া ভট্টের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন রণবীর। এই শুনে করিনা আক্ষেপ করেছিলেন, সন্তান জন্ম দেওয়ার সময় এক দিনও তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন না সইফ।

ননদ সোহার অনুষ্ঠানে গিয়ে করিনা জনান, মা হিসাবে তিনি যতটা তৎপর, বাবা হিসাবে সইফ ততটাই ঠান্ডা মাথার। তবে করিনা বলেন, তাঁর সন্তানদের জন্য সইফই শ্রেষ্ঠ পিতা। শুধু তৈমুর ও জেহ-এর জন্য নয়, সইফ তাঁর আগের পক্ষের দুই সন্তান ইব্রাহিম ও সারার প্রতিও সমান দায়িত্ববান ও যত্নশীল। তবে তাঁর স্বভাব, মেজাজ যে সত্যি নবাবের মতো, সে কথাই বুঝিয়েছেন করিনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement