Kareena Kapoor Khan

‘সইফের প্রিয় খাবার ওটাই’, একটি বিশেষ রান্নায় মুগ্ধ অভিনেতা! রান্নাঘরের রহস্য ফাঁস করিনার

কিছু কাজ এক সঙ্গে করার মধ্যে আনন্দ রয়েছে। তা নতুন করে উপলব্ধি করেছিলেন তাঁরা। তার পর থেকে এক সঙ্গে রান্নাও করেন করিনা ও সইফ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ২০:১৪
Share:

সইফের প্রিয় খাবার ফাঁস করলেন করিনা। ছবি: সংগৃহীত।

অভিনয়ের ক্ষেত্রেই দু’জনেই পেশাদার। কিন্তু তাঁদের কাছে পরিবার সবার উপরে। একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন সইফ আলি খান ও করিনা কপূর। করোনা অতিমারীর সময় থেকে পরিবারের সঙ্গে আরও জুড়ে গিয়েছেন তারকা দম্পতি। কিছু কাজ এক সঙ্গে করার মধ্যে আনন্দ রয়েছে। তা নতুন করে উপলব্ধি করেছিলেন তাঁরা। তার পর থেকে এক সঙ্গে রান্নাও করেন করিনা-সইফ।

Advertisement

করিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “অতিমারী আমাদের শিখিয়েছিল, এক সঙ্গে কোনও কাজ করলে তার আনন্দ দ্বিগুণ হয়। একঘেয়ে জীবনের মধ্যেও আনন্দ খুঁজে পেতে সাহায্য করে।” করিনা ও সইফের রান্না পর্বে যোগ দিত বাড়ির বাচ্চারাও। অভিনেত্রী বলেছেন, “আমরা গোটা পরিবার এক সঙ্গে রান্না করতে খুব ভালবাসি। আমরা সবাই রান্নাঘরে অনেকটা সময় কাটাই।”

সইফের প্রিয় খাবার নিয়েও কথা বলেন বেবো। অভিনেত্রীর কথায়, “সইফ কেরলের খাবার খেতে খুব ভালবাসে। ইদিয়াপ্পাম, নারকেল দিয়ে তৈরি স্যুপ— এমন নানা রকমের নতুন পদ রাঁধতে পছন্দ করে ও।” তবে করিনার খাদ্যরুচি অন্য রকম। “আমার একেবারে নির্ভেজাল উত্তর ভারতীয় খাবার ভাল লাগে। এর সঙ্গে কোনও এ দিক ও দিক চলবে না।” গোটা বাড়িতে রান্নাঘর সবচেয়ে সুখী স্থান বলেও মনে করেন করিনা।

Advertisement

উল্লেখ্য, ‘টশন’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু করিনা ও সইফের। জানা যায়, করিনার দিক থেকেই প্রথম প্রেম প্রস্তাব গিয়েছিল। এর পরে ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement