করিনা-করিশ্মা যাননি কেন?

এই নিয়মের ব্যতিক্রম দেখা গেল এ বার শাবানা আজ়মির স্বেচ্ছাসেবী সংস্থার জন্য আয়োজিত  ফ্যাশন শোয়ে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে সেখানে শো স্টপার ছিলেন রণবীর কপূরও।

Advertisement
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ০০:০১
Share:

র‌্যাম্পে রণবীর-দীপিকা

কপূর পরিবারে কোনও অনুষ্ঠান মানেই সকল সদস্যের একসঙ্গে হওয়া। যেমন তাঁদের ক্রিসমাস সেলিব্রেশন। ভক্ত থেকে মিডিয়া, তাকিয়ে থাকে তাঁদের পারিবারিক জমায়েতের দিকে। আবার এটা তাঁদের পরিবারের অলিখিত নিয়মও বটে যে, কেউ কোনও অনুষ্ঠানে অংশ নিলে বা আয়োজন করলে, প্রত্যেকে সেখানে যোগ দেবেন। তখন সেই চাঁদের হাটের দিকে যে ক্যামেরা তাক করা থাকবে, তা আর নতুন কী!

Advertisement

এই নিয়মের ব্যতিক্রম দেখা গেল এ বার শাবানা আজ়মির স্বেচ্ছাসেবী সংস্থার জন্য আয়োজিত ফ্যাশন শোয়ে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে সেখানে শো স্টপার ছিলেন রণবীর কপূরও। কিন্তু করিনা বা করিশ্মা— কাউকেই সে দিন দেখা যায়নি। আবার শোয়ের ডিজ়াইনার মনীশ মলহোত্রও দুই নায়িকার প্রিয় বন্ধু। তা হলে কী কারণে তাঁদের এই অনুপস্থিতি?

আসলে সে দিন ছিল কপূর বোনদের মা ববিতার ৭০ বছরের জন্মদিন। সেই পার্টিতেই ব্যস্ত ছিলেন করিনা, করিশ্মা-সহ কপূর পরিবারের বাকি সদস্যরা। শুধু নীতু কপূরই সে দিন গিয়েছিলেন ছেলেকে উৎসাহ দিতে।

Advertisement

করিশ্মা ও সামাইরার সঙ্গে করিনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement