সঞ্জয়ের সম্পত্তি নিয়ে তরজা করিশ্মার সন্তান ও প্রিয়ার মধ্যে। ছবি: সংগৃহীত।
সঞ্জয় কপূরের সম্পত্তির কোনও ভাগই পাচ্ছেন না করিশ্মা কপূরের দুই সন্তান। প্রয়াত শিল্পপতির তৃতীয় স্ত্রী প্রিয়া কপূরের জন্য সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে কিয়ান ও সামাইরা। অভিযোগ করেছেন কিয়ান ও সামাইরার আইনজীবী।
গত ১২ জুন মৃত্যু হয়েছে সঞ্জয়ের। তার পর থেকে সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে প্রশ্ন উঠছে। কিয়ান ও সামাইরা আদালতের দ্বারস্থ হয়েছে কয়েক দিন আগে। তাদের দাবি ছিল, প্রিয়া কপূর দলিল জাল করেছেন।
প্রিয়া কপূরও দিল্লি হাইকোর্টের কাছে একটি আবেদন করেছিলেন। প্রয়াত স্বামীর সম্পত্তির একটি তালিকা করে সেটি ‘সিল্ড কভার’-এ রাখার অনুমতি চেয়েছিলেন তিনি। ‘সিল্ড কভার’-এর আওতায় থাকা মানে, সেই তথ্য যে কেউ দেখতে পাবে না। গোপনীয়তা রক্ষা করা হবে সেই তথ্যের। প্রিয়াও তাঁর প্রয়াত স্বামী সঞ্জয়ের সম্পত্তিকে গোপন রাখার অনুমতি চেয়েছিলেন। এই আবেদনের শুনানি ছিল শুক্রবার।
এই আবেদনের প্রসঙ্গে সামাইরা ও কিয়ানের আইনজীবী মহেশ জেঠমলানী জানান, সম্পত্তির দলিল সম্পূর্ণ ভিত্তিহীন। করিশ্মার দুই সন্তান সম্পূর্ণ ভাবে বঞ্চিত হচ্ছে।
দিল্লি হাই কোর্ট দুই পক্ষের আবেদনই শুনেছে। শেষ পর্যন্ত প্রিয়া কপূরকে সম্পত্তির তালিকা ‘সিল্ড কভার’-এ রাখার অনুমতি দিয়েছে। প্রিয়ার আইনজীবী রাজীব নায়ার জানিয়েছেন, তাঁরা চান না, সম্পত্তির তালিকা প্রকাশ্যে থাকুক। তিনি বলেছেন, “আদালতে এই নিয়ে আলোচনা হতে পারে। তবে এই মামলা ও সম্পত্তি নিয়ে যেন আদালতের বাইরে লোকজন আলোচনা করতে না পারে।”
৩০ হাজার কোটির মধ্যে ১৯০০ কোটি টাকার সম্পত্তি দেওয়া হয়েছে করিশ্মার দুই সন্তানকে। কিন্তু তা নিয়ে সন্তুষ্ট নন তাঁরা। তাঁদের মতে এই সম্পত্তি কিছুই না। মহেশ জেঠমলানী বলেছেন, “প্রিয়া কপূর নিজেই এই দলিল তৈরি করিয়েছে। এই জঘন্য ভিত্তিহীন দলিল অনুযায়ী, আমাকে (করিশ্মার দুই সন্তান) সব সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে।”