Sunjay Kapur

মৃত্যুর ক’মাস আগেই ছেলেমেয়েকে বিদেশের নাগরিকত্ব দিতে চান সঞ্জয়, সেই প্রস্তাব নাকচ করেন করিশ্মা

করিশ্মার দুই ছেলেমেয়েকে পর্তুগালের নাগরিকত্ব দিতে চেয়েছিলেন সঞ্জয়। কেন সেই প্রস্তাব নাকচ করেছিলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯
Share:

কী চেয়েছিলেন করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়? ছবি: সংগৃহীত।

সঞ্জয় কপূরের মৃত্যুর পর তাঁর বিশাল সম্পত্তির অধিকার নিয়ে দুই সতীনের আইনি লড়াই শুরু হয়েছে। করিশ্মা কপূররে প্রাক্তন স্বামী সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার কারা হবেন সেই নিয়ে চলছে চাপানউতোর। করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান দিল্লি হাই কোর্টে সম্পত্তির ভাগ চেয়ে মামলা করেছেন। প্রয়াত সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়ার বিরুদ্ধে দলিল জাল করার অভিযোগ রয়েছে। এ দিকে মৃত্যুর মাস কয়েক আগেই করিশ্মার দুই ছেলেমেয়েকে পর্তুগালের নাগরিকত্ব দিতে চেয়েছিলেন সঞ্জয়। যদিও প্রস্তাব নাকচ করেছিলেন করিশ্মা।

Advertisement

একটা সময় নাকি মুখ দেখাদেখি বন্ধ ছিল করিশ্মা ও সঞ্জয়ের। যদিও বিবাহবিচ্ছেদের পর একটা সময় অতিক্রান্ত হলে স্বাভাবিক হয় করিশ্মা-সঞ্জয়ের সম্পর্ক। মৃত্যুর মাস কয়েক আগে দুই ছেলেমেয়ের নাগরিকত্ব বদল করতে চেয়েছিলেন সঞ্জয়। খবর, দুই সন্তানের জন্য পর্তুগালের নাগরিকত্ব চেয়েছিলেন। তখনই সঞ্জয় তাঁকে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করার কথা জানান। কারণ, ভারত সরকার দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না। যদিও সঞ্জয়ের এই প্রস্তাবে রাজি হননি করিশ্মা। কারণ, তিনি ভারতের নাগরিকত্ব ছাড়তে চাননি।

উল্টো দিকে, সঞ্জয় তাঁর তিন ছেলেমেয়ে অর্থাৎ সামারা, কিয়ানের সঙ্গে প্রিয়ার ছেলেরও বিদেশের নাগরিকত্ব চেয়েছিলেন। কারণ, শিল্পপতি তাঁর বিদেশের সম্পত্তি তিন ছেলেমেয়ের নামে করে দিতে চেয়েছিলেন। যদিও এখন সেটা প্রিয়ার নামে। এখন সেই সম্পত্তি নিয়েই যত গোল বেধেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement