Sunjay Kapur asset

সঞ্জয়ের সম্পত্তি নিয়ে টানাটানি করিশ্মা ও প্রিয়ার মধ্যে! কেন কোনও ভাগ পাচ্ছেন না প্রথম স্ত্রী নন্দিতা?

সঞ্জয়ের সম্পত্তি নিয়ে জলঘোলা। প্রথম স্ত্রী নন্দিতা মহতানি নাকি সম্পত্তির কোনও অংশই পাচ্ছেন না। কিন্তু কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫
Share:

সঞ্জয়ের প্রথম স্ত্রী কেন নেই ভাগীদারদের মধ্যে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে চলছে বিস্তর জলঘোলা। করিশ্মার সন্তানেরা কত ভাগ পাবেন, তা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। বেশ কিছু অভিযোগ উঠেছে সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবের বিরুদ্ধে। তবে প্রথম স্ত্রী নন্দিতা মহতানি নাকি সম্পত্তির কোনও অংশই পাচ্ছেন না। কিন্তু কেন?

Advertisement

জানা যাচ্ছে, সঞ্জয় যে দলিল বানিয়েছিলেন সেখানে বলা আছে, সম্পত্তির ভাগ পাবে তাঁর বর্তমান পরিবার ও সন্তানেরা। সেই জন্যই সম্পত্তির কোনও ভাগ পাচ্ছেন না নন্দিতা। কারণ, তাঁদের বহু বছর আগেই বিচ্ছেদ হয়েছে এবং তাঁদের কোনও সন্তানও নেই। তাই দলিল অনুসারে, সঞ্জয়ের সম্পত্তির ভাগীদার নন নন্দিতা। যদিও করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানের দাবি, এই দলিল নাকি জাল করেছেন প্রিয়া সচদেব। সব সম্পত্তি তিনি নিজেই দখল করতে চাইছেন।

১৯৯৬ সালে বিয়ে করেছিলেন সঞ্জয় ও নন্দিতা। সেই বিয়ে ভেঙে যায় ২০০০ সালে। তবে তাঁদের কোনও সন্তান হয়নি।

Advertisement

উল্লেখ্য, ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে নাকি ১৯০০ কোটি টাকার ভাগ দেওয়া হয়েছে কিয়ান ও সামাইরাকে। দাবি করেছেন প্রিয়ার আইনজীবী। কিন্তু এই ভাগাভাগিতে সন্তুষ্ট নন করিশ্মার সন্তানেরা। তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের আইনজীবী প্রশ্ন তুলেছেন, “ওদের মাত্র ১৯০০ কোটি টাকা দিয়ে বাকি ২৮ হাজার কোটি কি নিজে ভোগ করতে চাইছেন প্রিয়া সচদেব?”

দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সঞ্জয়ের মা রানি কপূরও। আইনজীবী বৈভব গগ্গরের মাধ্যমে রানির আবেদন, “আজ আমার কাছে কানাকড়িও নেই। ১০ হাজার কোটি টাকার সম্পত্তি আমার প্রাপ্য ছিল। আমার বয়স এখন ৮০। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল আর আমার মাথার উপর একটা ছাদ পর্যন্ত নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement