Kangana Ranaut

মোদীর মা হীরাবেন কংগ্রেসের পক্ষে! কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিয়ো দেখে রেগে আগুন কঙ্গনা

ভিডিয়োটিতে দেখা যায়, মোদী তাঁর প্রয়াত মা হীরাবেন ছেলেকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে মোদীকে তাঁর মা আসন্ন বিহার নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৩
Share:

মোদীর মাকে নিয়ে ভিডিয়ো, ক্ষুব্ধ কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত।

ফের ফুঁসে উঠলেন কঙ্গনা রনৌত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মা হীরাবেন মোদীকে নিয়ে একটি ভিডিয়ো (আনন্দবাজার ডট কম এর সত্যতা যাচাই করেনি) সমাজমাধ্যমে ভাগ করেছিল বিহার কংগ্রেস। ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মোদী তাঁর প্রয়াত মা হীরাবেন ছেলেকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে মোদীকে তাঁর মা আসন্ন বিহার নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি এই ভিডিয়োকে ‘অসংবেদনশীল’বলে দাবি করেছেন কঙ্গনা। বিরোধী দলের উপর ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “এর চেয়ে ভয়ঙ্কর ও অসংবেদনশীল কিছু হয় না। বিরোধী দলের কারও প্রয়াত মা-বাবাকে নিয়ে কেউ কী ভাবে এমন ভিডিয়ো বানাতে পারে!”

অভিনেত্রীর ক্ষোভ, “কংগ্রেস ফের নরেন্দ্র মোদীজির মা হীরা মোদীকে অপমান করেছেন। ওঁর ব্যক্তি অধিকার লঙ্ঘন করে এই কাজ করেছে কংগ্রেস। ওদের ভিডিয়োয় হীরা মোদীজি কংগ্রেসের হয়ে কথা বলছে বিহার নির্বাচন প্রসঙ্গে।”

Advertisement

কারও ভাবমূর্তি ও ব্যক্তি অধিকার লঙ্ঘন করা উচিত নয় বলে মনে করেন অভিনেত্রী। বিশেষ করে, যাঁরা জীবিত নন, তাঁদেরকে নিয়ে এমন বিষয় তৈরি করা যায় না, দাবি অভিনেত্রীর। তাই কংগ্রেসের এই ভিডিয়োর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি।

বিজেপির তরফ থেকেও এই ভিডিয়োকে ‘বিরক্তিকর’ বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর লোকসভা নির্বাচনের সময় থেকে শুরু হয়েছে কঙ্গনার রাজনৈতিক সফর। বিজেপির হয়ে লড়ে তিনি মান্ডি কেন্দ্রের সাংসদ হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement