Entertainment News

শহরে স্বল্পদৈর্ঘ্যের নাট্যোত্সব

এই উত্সবে অংশগ্রহণ করবে মোট ছ’টি দল। বিভিন্ন স্বাদের নাটক থাকছে দর্শকদের মনোরঞ্জনের জন্য। প্রতিদিন দু’টি করে নাটক দেখার ব্যবস্থা থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ১৯:৪০
Share:

মহড়া চলছে।

শীতের কলকাতায় নাট্যপ্রেমীদের জন্য সুখবর। আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি রাসবিহারীর মুক্ত অঙ্গন রঙ্গালয়ে স্বল্পদৈর্ঘ্যের নাট্যোত্সবে আয়োজন হতে চলেছে। সৌজন্যে ‘করুণাময়ী সপ্তর্ষি’। তাঁদের প্রথম এই উদ্যোগকে স্বাগত জানাতে উদ্বোধনে উপস্থিত থাকবেন অভিনেতা সুজন মুখোপাধ্যায় এবং নাট্যকার মৈনাক সেনগুপ্ত।

Advertisement

এই উত্সবে অংশগ্রহণ করবে মোট ছ’টি দল। বিভিন্ন স্বাদের নাটক থাকছে দর্শকদের মনোরঞ্জনের জন্য। প্রতিদিন দু’টি করে নাটক দেখার ব্যবস্থা থাকবে।

প্রথম দিন সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে থাকবে ‘সরস্বতী নাট্যশালা’র প্রযোজনা ‘প্রতিবিম্ব’। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘টুনটুনি ও রাজার গল্প’ অবলম্বনে ‘গোবরডাঙা স্বপ্নচর’-এর প্রযোজনা ‘টুনটুনু লো’।

Advertisement

আরও পড়ুন, ‘কনটেন্টের জোর থাকলে প্রযোজক পেতে অসুবিধে হয় না’

দ্বিতীয় দিন থাকছে ‘কল্যাণী কৃষ্টি’ প্রযোজিত ‘ভৈরবী দুর্গা’। ‘রিষড়া দূরায়ন’-এর ‘হুল-ও রাষ্ট্রযন্ত্র’। শেষদিন দর্শক উপভোগ করবেন ‘রঙ্গ-ব্যঙ্গ অদ্বিতীয়া’র ‘গ’য়ে গন্ডগোল’ এবং ‘করুণাময়ী সপ্তর্ষি’র ‘সহমর্মী’।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন