kiara advani birthday

বুকে জড়িয়ে রয়েছেন সন্তানকে, মা হওয়ার পরে প্রথম জন্মদিনে কী করলেন কিয়ারা?

মা হওয়ার পর এখনও প্রকাশ্যে আসেননি কিয়ারা। তবে ‘মায়ের বুকে সন্তানকে জড়িয়ে রাখা’ পুতুল বসানো কেক কেটেই উদ্‌যাপন করলেন নিজের ৩৪তম জন্মদিন।

Advertisement

, আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৪:৩৭
Share:

জন্মদিন নিয়ে উপলব্ধি কিয়ারার। ছবি: সংগৃহীত।

৪-এ পা দিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। গত মাসেই মা হয়েছেন। সেই অর্থে মা হওয়ার পরে তাঁর প্রথম জন্মদিন। এর মধ্যেই মুক্তি পেয়েছে তাঁর আসন্ন ছবি ‘ওয়ার ২’-এর প্রথম ঝলক। সেখানে কিয়ারার শরীরী বিভঙ্গের চর্চা নেটপাড়ায়। যদিও মা হওয়ার মাস পাঁচেক আগে থেকেই নিজেকে অন্তরালে নিয়ে যান। হাসপাতালে যাতায়াত করেছেন যখন, তখনও ছাতায় আড়াল করে রেখেছেন নিজেকে। মা হওয়ার পরে এখনও প্রকাশ্যে আসেননি কিয়ারা। তবে বিশেষ ধরনের কেক কেটেই উদ্‌যাপন করলেন নিজের ৩৪তম জন্মদিন।

Advertisement

শ্বেতশুভ্র কেকের উপর দুটো পুতুল। একটা মায়ের কোলে ছোট্ট শিশু। কিয়ারার মা হওয়ার পরে প্রথম জন্মদিন। এ বছরের জন্মদিনটা মা-বাবা স্বামী ও সন্তানকে নিয়ে কাটালেন অভিনেত্রী। কিয়ারার কথায়, ‘‘আমার সব থেকে বিশেষ জন্মদিন এটা। ভালবাসায় পরিপূর্ণ। আমার সন্তান, আমার স্বামী, আমার বাবা-মাকে নিয়ে নতুন একটা বছরে পা দিচ্ছি। আশীর্বাদ করবেন।’’

গত ১৬ জুলাই সিদ্ধার্থ ও কিয়ারা যৌথ ভাবে জানান, তাঁদের কোলে এসেছে কন্যাসন্তান। নতুন বাবা সমাজমাধ্যমে জানান, মা ও মেয়ে সুস্থ। তার পর থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমেছে ছবিশিকারীদের। তাঁদের লক্ষ্য একটাই— যদি সদ্যোজাতকে এক ঝলক দেখা যায়! তবে সেই রাস্তা বন্ধ করতে করেন তারকা দম্পতি। ছবিশিকারীদের অনুরোধ করেছিলেন যাতে তাঁরা সদ্যোজাত মেয়ের ছবি না তোলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement