Entertainment News

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে কোন কোন ছবি দেখবেন?

আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। নন্দন, রবীন্দ্র সদন সহ মোট ১৬ টি সিনেমা হলে ছবি দেখানো হবে। প্রতিদিন গড়ে প্রায় ৫০টি দেখানো হবে। যার মধ্যে পাঁচটি ছবি দেখা সম্ভব। দেখে নিন দ্বিতীয় দিন কোন পাঁচটা ছবি দেখা যেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ০১:৫২
Share:

আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। নন্দন, রবীন্দ্র সদন সহ মোট ১৬ টি সিনেমা হলে ছবি দেখানো হবে। প্রতিদিন গড়ে প্রায় ৫০টি দেখানো হবে। যার মধ্যে পাঁচটি ছবি দেখা সম্ভব। দেখে নিন দ্বিতীয় দিন কোন পাঁচটা ছবি দেখা যেতে পারে।

Advertisement

ওয়াইল্ড স্ট্রবেরিজ- ১৯৫৭ সালের বার্গম্যান পরিচালিত এই ছবিটি তাঁর জীবনের শ্রেষ্ঠ ছবি বলে ধরা হয়। ছবিটি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল।

শপলিফটার্স- ছবিটি এ বারের কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। মিস করা যাবে না।

Advertisement

ফরন্যাসিস- ছবিটি এ বারের ফেস্টিভ্যালে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে পুরস্কারের জন্য লড়াই করছে। দেখতে পারেন।

আরও পড়ুন: ঝুরঝুরে নেগেটিভ থেকে অপুর নবজন্ম

দ্য ইমেজ বুক- গোদার পৃথিবীর শ্রেষ্ঠ পরিচালকদের মধ্যে একজন। লিভিং লিজেন্ড। ফলে তাঁর এই নতুন ছবিটি কিছুতেই মিস করা যাবে না।

আরও পড়ুন: মায়ের ছবির প্রোমোশন স্বপ্নের মতো, কলকাতায় বললেন আলিয়া

কোবাইন- ছবিটি এ বারের অস্কার পুরস্কারে শ্রেষ্ঠ বিদেশি ছবি বিভাগে নেদারল্যান্ডসের অফিশিয়াল এন্ট্রি ছিল। দেখা যেতে পারে।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement