Konkona Sen Sharma

বাবা-মা দু’জনের পদবি ব্যবহার করেন কঙ্কনা, ছেলের ক্ষেত্রে প্রাক্তন স্বামীকে প্রাধান্য কেন?

কঙ্কনা নিজে তাঁর নামের সঙ্গে মা ও বাবা দু’জনের পদবি ব্যবহার করেন। কিন্তু ছেলে হারুণের ক্ষেত্রে সেটা করলেন না কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১২:১১
Share:

কঙ্কনা সেন শর্মা। ছবি: সংগৃহীত।

কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরের একমাত্র সন্তান হারুণ। কঙ্কনা ও রণবীরের বিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ কয়েক বছর হল। যদিও যৌথ অভিভাবকত্বের দায়িত্ব পালন করছেন তাঁরা। এ বার প্রশ্ন উঠল কঙ্কনার ছেলের পদবি নিয়ে।

Advertisement

কঙ্কনা নিজে তাঁর নামের সঙ্গে মা ও বাবা দু’জনের পদবি ব্যবহার করেন। অভিনেত্রী জানান, যখন তাঁর চার-পাঁচ বছর বয়স, তখন মা অপর্ণা সেন ও বাবা মুকুল শর্মা তাঁকে পদবি বেছে নিতে বললে অভিনেত্রী দু’জনের পদবিই গ্রহণ করেন। কঙ্কনার কথায়, ‘‘আমার মা-বাবা আমাকে বেছে নিতে বলেন। আমি ভাবি, দু’জনের পদবি রাখলেই তো হয়। তার পর সারা জীবন ধরে একটা বড় নাম নিয়ে ঘুরছি। যদিও ‘সেন’টা আমার মায়ের বাপের বাড়ির পদবিও নয়। আসলে আমার মা-বাবা কিংবা আমার ঠাকুরদা-ঠাকুরমা, সকলেই খুব প্রগতিশীল ছিলেন এ বিষয়ে। কোনও দিন সমস্যা হয়নি।’’

ছেলের নামের পদবি প্রসঙ্গে কঙ্কনা বলেন, “আমরা আপাতত ‘শোরে’ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে সেনশর্মা বলি, কিন্তু এটি আমার মায়ের বাপের বাড়ির পদবি নয়। আর যদি হারুণ ওর বাবা-মা দু’জনের পদবি নিতে চায়, তা হলে ওর নামটা শেষই হবে না। আমি তাকে বলেছি পরে চাইলে মাঝে আরও একটি পদবি যোগ করতে পারে। কিন্তু তত ক্ষণ পর্যন্ত, হারুণ শোরেই রাখি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement