Kriti Sanon

প্রেমিক কবীর বহিয়ার সঙ্গে বিয়ের জল্পনার মধ্যেই বড় সিদ্ধান্ত! ভয়কে জয় করতে কী করলেন কৃতি?

জীবনে যা কোনও দিন করবেন ভাবেননি, সেটাই হঠাৎ করে ফেললেন অভিনেত্রী। রবিবারের সকালে ভাগ করে নিলেন সেই খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯
Share:

কৃতি বড় সিদ্ধান্ত নিলেন। ছবি: সংগৃহীত।

নতুন ‘সূচনা’ কৃতি সেননের জীবনে। কাজের দিক থেকে দিন দিন নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিনেত্রী। প্রথম দিকে সমালোচিত হলেও, পরে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন বার বার। ব্যক্তিগত জীবনেও এসেছে বদল। প্রকাশ্যে স্বীকার না করলেও চর্চিত প্রেমিক কবীর বহিয়ার সঙ্গে সম্পর্ক নাকি খুব শীঘ্রই এগোবে বিয়ের দিকে। এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন কৃতি।

Advertisement

জীবনে যা কোনও দিন করবেন ভাবেননি, সেটাই হঠাৎ করে ফেললেন অভিনেত্রী। রবিবারের সকালে ভাগ করে নিলেন সেই খবর। উল্কি করালেন কৃতি। উড়ে যাচ্ছে একটি পাখি। গোড়ালির কাছে এমনই একটি উল্কি করিয়েছেন অভিনেত্রী। সেই উল্কির ছবি ভাগ করে নিয়ে কৃতি লিখেছেন, “কোনও দিন ভাবিনি, আমি এটা করব। তবে আগে থেকে কিছুই বলা যায় না। তাই এই উল্কিটা করিয়ে ফেললাম।”

কিন্তু উল্কিতে উড়ন্ত পাখি কেন? কৃতি লিখেছেন, “এটাই মনে করিয়ে দেবে, আমি আরও উপরে উড়তে পারি। সূর্যোদয় পর্যন্ত উড়তে শেখাবে এই পাখি আমাকে। যাঁরা স্বপ্ন দেখেন, তাঁরা যেন এমনই ডানা খুঁজে পান। যা নিয়ে ভয়ে থাকেন সর্বদা, সেগুলি ভুলে যেন তাঁরা নিজস্ব ছন্দ খুঁজে পান। তা হলেই সহজে উড়তে পারবেন তাঁরা।”

Advertisement

একসময়ে সূচ ফোটাতে ভয় পেতেন কৃতি। সেই ভয়কে জয় করে এ বার গোটা একটা উল্কি করালেন কৃতি। ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার কথাই তুলে ধরছে তাঁর এই উল্কি। মনে করছেন কৃতির অনুরাগীরা।

উল্লেখ্য, কৃতি সেননকে শেষ দেখা গিয়েছে ‘দো পত্তি’, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ও ‘ক্রু’ ছবিতে। তিনটি ছবিই মুক্তি পেয়েছিল গত বছর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement