সোনাক্ষীকে নিয়ে মুখ খুললেন দাদা কুশ সিন্হা। ছবি: সংগৃহীত।
গত বছর সোনাক্ষী সিন্হা ও জ়াহির ইকবালের বিয়ে হয়েছে। উপস্থিত ছিল প্রায় গোটা বলিউড। বিয়ে থেকে প্রীতিভোজের অনুষ্ঠান মেয়ের পাশে ছিলেন বাবা শত্রুঘ্ন ও মা পুনম সিন্হা। কিন্তু একমাত্র বোনের বিয়েতে দেখা যায়নি সোনাক্ষীর দুই যমজ দাদা লব ও কুশ সিন্হাকে।
কানাঘুষো, বোন ভিন্ধর্মের ছেলেকে বিয়ে করাতেই অসন্তুষ্ট ছিলেন দুই দাদা। বোনের বিয়ের দিন নাকি মুম্বইয়ে ছিলেনই না তাঁরা। সোনাক্ষীর বিয়ের পর থেকে বেশ কিছু অনুষ্ঠান গিয়েছে, কোথাও দেখা যায়নি লব-কুশকে। তা হলে কি ধর্মই ভাইবোনের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াল? অবশেষে মুখ খুললেন শত্রুঘ্ন-পুত্র কুশ সিন্হা।
গত এক বছর ধরে চলা সিন্হা পরিবারের অর্ন্তদ্বন্দ্বের জল্পনায় জল ঢাললেন কুশ। তিনি জানান, পুরোটাই কাল্পনিক। এই ধরনের বিতর্কের কোনও ভিত্তি নেই। কুশ বলেন, ‘‘অনেকেই বলাবলি করছেন আমি নাকি সোনাক্ষীর বিয়েতে ছিলাম না। আমি এটা পরিষ্কার করে দিতে চাই। বিয়েতে আমি উপস্থিত ছিলাম। ও আমার বোন, ওকে আমি ভালবাসি।’’ কুশ এ কথা বললেও সোনাক্ষীর বিয়ের কোনও ভিডিয়োয় এক ঝলক পর্যন্ত দেখা যায়নি তাঁকে। আইনি বিয়ে হলেও ছাঁদনাতলায় যাওয়ার রীতি পালন করেছিলেন সোনাক্ষী। সাধারণত এই প্রথা পালন করেন দাদা অথবা ভাইয়েরা। কিন্তু সোনাক্ষীর ক্ষেত্রে সেই আচার পালন করেছিলেন অভিনেত্রীর বন্ধুরা। যদিও কুশের কথায়, ‘‘বিতর্ক আমাকে ছুঁতে পারে না। যেটা সত্যি নয়, সেটা আমাকে বিচলিত করে না। আমার কাছে কাছের মানুষদের মতামত প্রাধান্য পায়। আমি দেখছি এ সব কারণে আমার বাবাকে কষ্ট পেতে হচ্ছে। এখন অবশ্য এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সাহস পেয়েছি।’’