লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
১৫ বছর পার করল লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’। শনিবার তারই উদ্যাপন হল মুভিটোন স্টুডিয়োয়। সন্ধ্যা গাঢ় হওয়ার আগেই আলোর রোশনাই, সানাইয়ের সুর, রকমারি ফুল আর মাদলের তালে মুখরিত সে দিনের সন্ধ্যা।
এক ফ্রেমে দেবজ্যোতি মিশ্র, সাবিত্রী চট্টোপাধ্যায়, মালবিকা সেন। নিজস্ব ছবি।
ধারাবাহিক ‘বিন্নি ধানের খই’ দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু লীনা-শৈবালের প্রযোজনা সংস্থার। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন তাঁরা। যেমন, ‘ইচ্ছে নদী’, ‘ফাগুন বউ’, ‘কেয়াপাতার নৌকো’, ‘জলনূপুর’, ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘দেশের মাটি’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’। তাঁদের সাম্প্রতিক ধারাবাহিক ‘চিরসখা’ও প্রবল জনপ্রিয়।
উষসী চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়। নিজস্ব ছবি।
প্রায় প্রত্যেক ধারাবাহিকের অভিনেতারা এ দিনের সন্ধ্যা আলো করেছিলেন। সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, অনসূয়া মজুমদার, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র, ঋতা দত্ত চক্রবর্তী, মালবিকা সেন হয়ে এই প্রজন্মের অপরাজিতা ঘোষ দাস, বিক্রম চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, শ্রুতি দাস, দিব্যজ্যোতি দত্ত, রাজন্যা মৈত্র, কৌশিক রায় উপস্থিত।
লীনা-শৈবালের আমন্ত্রণে এসেছিলেন ছোট-বড়পর্দার খ্যাতনামীরা। নিজস্ব ছবি।
কেক কেটে মিষ্টিমুখের পালা তো ছিলই, কলাকুশলীরা ফিরে গেলেন সোনালি আলোর স্মৃতির আবেগে। যাঁদের ঘিরে এত আয়োজন সেই লীনা-শৈবাল কতটা আবেগপ্রবণ? আনন্দবাজার ডট কমকে উভয়েই বলেছেন, “১৫ বছরের যাত্রা খুব সহজ নয়। শূন্য হাতে শুরু করেছিলাম। আজ আমরা প্রায় পূর্ণ।” লীনা সম্পর্কের গল্প বলতে ভালবাসেন। ১৫ বছর ধরে সেই পথে হাঁটাও সহজ ছিল না। লেখিকা বললেন, “সম্পর্কের কত বিচিত্র রূপ! সে গল্প লিখে ফুরোনোর নয়। আমারও তাই হাত খালি হয় না।” লীনাকে বিনোদন দুনিয়ায় এনেছিলেন চিকিৎসক গৌতম সাহা। এ দিন তিনি কাহিনি-চিত্রনাট্যকার-পরিচালক লীনার সমৃদ্ধি দেখে খুশি।
আসরের মধ্যমণি যখন লীনা। নিজস্ব ছবি।
লীনা-শৈবালকে এ দিন শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, “ওর সঙ্গে অদ্ভুত আত্মিক টান। ১৩ বছর ধরে লীনার সঙ্গে রয়েছি। ওর গল্প বলার ধরন ভীষণ টানে। এমনও হয়েছে, ওর সৃষ্ট চরিত্র দেখে মনে হয়েছে, ইস! এই চরিত্রে যদি অভিনয় করতে পারতাম। তা হলে, খুব ভাল করতাম।” অনসূয়ার মতে, তিনি ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ করে আরাম পান। লীনার সঙ্গ পেলে তাঁর মন ভাল হয়ে যায়।
লুচি-ছোলার ডালে মগ্ন বিক্রম চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা। নিজস্ব চিত্র।
তত ক্ষণে ঘোল আর চিকেন ফিঙ্গার হাতে হাতে ঘুরছে সকলের। অতিথি আপ্যায়নের নেই কোনও ত্রুটি। গল্প আর খাওয়ার মাঝেই বহু দিন পরে ফ্রেমবন্দি ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘অনিন্দ্য’ সুদীপ মুখোপাধ্যায় আর ‘জুন আন্টি’ উষসী চক্রবর্তী। গল্পে মেতে উঠলেন তাঁরা।
অনুষ্ঠানের শেষে পাত পেড়ে খাওয়ার এলাহি আয়োজন। বাঙালি রীতি মেনে লুচি, ছোলার ডাল, বেগুনভাজা, ঘি পোলাও, ইলিশ, পাঁঠার মাংস, দই, মিষ্টি সকলের পাতে। সেখানেই অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রম, তিন বন্ধু মিলে সমস্ত পদ তৃপ্তি করে খেলেন। বাঙালির নিত্য দিনের বহু চর্চার সব ঝলমলে আলো মুখ দেখতে দেখতে মনে হল আজ কি দুর্গা উৎসবের সূচনা?
(গত শনিবার ‘মাথায় ইডির সমন, লীনা-শৈবালের প্রযোজনা সংস্থার উদ্যাপনে হাজির অঙ্কুশ! জুটিতে আর কারা?’ শিরোনামে প্রকাশিত খবরটিতে আয়োজকের নাম ভুল লেখা হয়েছিল। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস তাদের যাত্রা শুরুর ১৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেছিল। এই অজ্ঞতা এবং গুরুতর ত্রুটির জন্য আমরা পাঠকদের কাছে আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আমরা আরও সতর্ক ও সজাগ থাকব।)