Lily Chakrabarty

মানুষের মুখে দু’মুঠো ভাত জোগাতেই কাজে নামেন লিলি চক্রবর্তী

বয়স, পরিবারের স্বাস্থ্য, সব কিছু মাথায় রেখে শ্যুট করা বন্ধ করে দিয়েছিলেন লিলি চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৬:০৭
Share:

লিলি চক্রবর্তী

বয়স, পরিবারের স্বাস্থ্য, সব কিছু মাথায় রেখে শ্যুট করা বন্ধ করে দিয়েছিলেন লিলি চক্রবর্তী। কিন্তু একটা ছোট্ট ঘটনার পর ফ্লোরে ফিরে আসতে দ্বিতীয় বার ভাবেননি বর্ষীয়ান অভিনেত্রী। গত ৩১ জুলাই থেকে আকাশআট-এ ‘বৃদ্ধাশ্রম’ মেগাতে ফের যোগ দেন।

Advertisement

কোন ঘটনার পর তিনি কাজ করার সিদ্ধান্ত নিলেন?

লিলি বললেন,‘‘লকডাউনের আগে ‘বৃদ্ধাশ্রম’-এর শ্যুট হয়েছিল। ছ’মাসের ছোট সিরিয়াল হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু দর্শকদের কাছে খুব জনপ্রিয়তা পায় গল্পটা। জানা যায়, ওই গল্পটাকে আরও এগনোর কথা ভাবা হচ্ছে। জুলাই নাগাদ আমার কাছে ফোন আসে পরিচালকের। আমাকে জানালেন, দর্শকদের এত পছন্দ হয়েছে যে ওটাকে মেগা হিসেবে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।’’ অভিনেত্রীর কথায়: ‘‘আমি তাঁকে বললাম যে আমি তো এখন কাজ করছি না। বাড়ি থেকেও অনেকেই আপত্তি করছে। করোনা সংক্রমণের কথা ভেবেই এই সিদ্ধান্তে এসেছি। তখন পরিচালক আমায় একটা কথা বলেন, ‘আসলে দিদি, অনেক শিল্পী তো বসে আছেন। মেকআপ ম্যান থেকে আরম্ভ করে টেকনিশিয়ানরা কাজ খুঁজছেন। আমরা এই শ্যুটিংটা শুরু করলে তাঁদের কিছু রোজগার হত।’’

Advertisement

আরও পড়ুন: ‘বৌঠানের ঘরে কেবল দেওরের ছবি কেন?’, খুনসুটিতে মাতলেন আবীর-সুদীপা

ব্যস, লিলি চক্রবর্তী আর দ্বিতীয় বার ভাবেননি। দেশের কত কোটি মানুষ বসে রয়েছেন। না খেতে পেয়ে অন্য অন্য পেশার খোঁজে পাড়ি দিচ্ছেন। এই চিন্তাটা তাঁর মাথায় আসার পরই তিনি আর বাড়ি বসে থাকতে পারেননি। তিনি জানালেন, ‘‘সত্যিই আমাকে তারা খুব সাবধানে রেখেছে। আমার জন্য আলাদা মেকআপ রুম রেখেছে। প্রতিদিন তা স্যানিটাইজ করাচ্ছে। আমার জন্য আলাদা গাড়ি। যা সকাল-বিকেল পরিষ্কার করানো হচ্ছে। এমনকি, প্রথম চার মাস মাস্ক পরেই অভিনয় করেছি আমরা।’’

আরও পড়ুন: মিথিলা ঢাকায়, স্ত্রী ও মেয়েকে ক্রিসমাসে না পেয়ে সৃজিতের মন খারাপ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন