Bollywood Celebrities

বিয়েতে এই বলি সেলেবদের ডাকতে চান? কত খরচ হবে জানেন?

বিয়েতে বলি সেলেবদের ডাকতে চান? পারিশ্রমিকের ব্যাপারে ধারণা আছে তো? গেস্ট অ্যাপিয়ারেন্স হোক বা কোনও স্পেশাল পারফরম্যান্স— যদি আপনার বাজেট একটু বেশি থাকে তা হলে দেখে নিন কোন তারকার ফি কত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০১৮ ০৯:৩৮
Share:
০১ ১২

বিয়েতে বলি সেলেবদের ডাকতে চান? পারিশ্রমিকের ব্যাপারে ধারণা আছে তো? গেস্ট অ্যাপিয়ারেন্স হোক বা কোনও স্পেশাল পারফরম্যান্স— যদি আপনার বাজেট একটু বেশি থাকে তা হলে দেখে নিন কোন তারকার ফি কত।

০২ ১২

দীপিকা পাডুকোন: বলিউডের সর্বোচ্চ আয়ের তালিকায় পড়েন এই অভিনেত্রী। রূপোলি পর্দা থেকে পেজ-থ্রি গসিপ— দীপিকার উপস্থিতি একটা অন্য মাত্রা যোগ করে। বিয়ের অনুষ্ঠান হোক বা যে কোনও স্পেশাল পারফরম্যান্স, গ্ল্যামারাস এই নায়িকার দর্শন পেতে খরচ করতে হবে এক কোটি টাকা।

Advertisement
০৩ ১২

অনুষ্কা শর্মা: এই গ্ল্যামারাস অভিনেত্রী এখন বিরাট কোহালির ঘরনী। বিয়ে হোক বা পার্টি, যে কোনও স্পেশাল পারফরম্যান্সের জন্য অনুষ্কা নেন ৫০ লক্ষ টাকা।

০৪ ১২

রণবীর কপূর: ‘চকোলেট বয়’ ইমেজ থেকে বেরিয়ে এসে নিজের অভিনয় দক্ষতাকে বারে বারেই প্রমাণ করেছেন রণবীর। যে কোনও চরিত্রেই তিনি সমান সাবলীল। বি-টাউনে তাঁর পারিশ্রমিকও তাই আকাশছোঁয়া। স্পেশাল পারফরম্যান্সের জন্য রণবীরের ফি প্রায় আড়াই কোটি টাকা।

০৫ ১২

করিনা কপূর খান: কথায় বলে করিনা নাকি নিজেই খবর তৈরি করেন। ফ্যাশন আইকন করিনার স্টাইল স্টেটমেন্ট ফলো করে গোটা জেন ওয়াই। যদি মনে করেন আপনার বিয়ের অনুষ্ঠানে সইফ-ঘরণীকে আমন্ত্রণ জানাবেন, তা হলে খরচ করতে হবে ৬০ লক্ষ টাকা। এর পর পারফরম্যান্সের জন্য লাগবে একস্ট্রা ফি।

০৬ ১২

প্রিয়ঙ্কা চোপড়া: বি-টাউনে বরাবরই সর্বোচ্চ আয়ের তালিকায় প্রথম সারিতেই ছিলেন প্রিয়ঙ্কা। বলিউডের গণ্ডি পেরিয়ে ‘দেশি গার্ল’ এখন হলিউড কাঁপাচ্ছেন। সেলিব্রিটি বিয়ে থেকে স্পেশাল পারফরম্যান্স, ‘পিগি চপস’-এর জন্য পারিশ্রমিক একটু বেশিই পড়বে। প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি।

০৭ ১২

অক্ষয় কুমার: বলিউডের খিলাড়িকে বিয়েতে ডাকতে চান? মানি ব্যাগ শক্ত করে আঁকড়ে ধরুন। শুধু অতিথি হিসেবে কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অক্ষয় নেন দেড় কোটি টাকা। আর যদি স্পেশাল পারফরম্যান্স চান তাহলে খরচ করতে হবে আড়াই কোটি টাকা।

০৮ ১২

ক্যাটরিনা কইফ: আইটেম নম্বর হোক বা স্পেশাল পারফরম্যান্স— পর্দায় ক্যাটরিনার উপস্থিতি একটা আলাদা ফ্লেভার যোগ করে। এই নায়িকার পারিশ্রমিকও অনেক বেশি। শুধুমাত্র গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য ক্যাটরিনা নেন ১ কোটি টাকা। আর স্পেশাল পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক আড়াই কোটি টাকার কাছাকাছি।

০৯ ১২

রণবীর সিংহ: স্পেশাল পারফরম্যান্সের জন্য রণবীরের পারিশ্রমিক ১ কোটি টাকা। তবে, পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে পারিশ্রমিকের অঙ্কও বদলাতে পারে!

১০ ১২

সলমন খান: বলিউডের ভাইজানকে নিমন্ত্রণ জানাতে চান? বিয়ে হোক বা স্পেশাল পারফরম্যান্স, সলমনের পারিশ্রমিক দেড় থেকে দু’কোটি টাকা।

১১ ১২

হৃতিক রোশন: হৃতিককে বিয়েতে ডাকতে চান? পারিশ্রমিক কত জানেন তো? যদি চান আপনার অনুষ্ঠানে হৃতিক সামান্য ডান্স স্টেপ দেখাবেন, তাহলে কিন্তু খরচ করতে হবে আড়াই কোটি টাকা।

১২ ১২

সোনাক্ষী সিংহ: অন্যান্য তারকাদের তুলনায় স্পেশাল পারফরম্যান্সের জন্য একটু কমই পারিশ্রমিক নেন ‘দাবাং গার্ল’। বিয়েতে সোনাক্ষীকে ডাকতে চান? খরচ পড়বে খুব বেশি নয়, এই ২৫ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement